স্টাফ রিপোর্টার: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার ‘এ’ ইউনিটের ফল প্রকাশিত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিশ্ববিদ্যালয়ের ভর্তি-সংক্রান্ত ওয়েবসাইটে লগইন করে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা নিজ নিজ ফলাফল দেখতে পারবেন। কলা, আইন, সামাজিক বিজ্ঞান ও চারুকলা অনুষদভুক্ত এই ইউনিটের প্রথম ও দ্বিতীয় শিফটের ভর্তি পরীক্ষায় পাসের হার যথাক্রমে ৪৩ দশমিক ০৬ শতাংশ ও ৩৮ দশমিক ৩১ শতাংশ। এ ইউনিটে সর্বমোট পরীক্ষার্থী ছিলেন ৯৬ হাজার ১৬২ জন। প্রথম শিফটে ৪৮ হাজার ৮২ জন পরীক্ষার্থীর মধ্যে ৪১ হাজার ১১৭ জন এবং দ্বিতীয় শিফটে ৪৮ হাজার ৮০ জনের মধ্যে ৪১ হাজার ৩১৩ জন পরীক্ষার্থী উপস্থিত ছিলেন।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.