মাথাভাঙ্গা মনিটর: কানাডায় সাধারণ নির্বাচনে ক্ষমতাসীন লিবারেল পার্টির জয়ের খবরে উৎসবে মেতে ওঠেন দলটির কর্মী-সমর্থকরা। স্থানীয় সময় সোমবার দিনগত রাতে কানাডার অটোয়াতে লিবারেল পার্টির নির্বাচনী সদরদপ্তর বর্ণিল আলোয় ঝলমল হয়ে ওঠে। কর্মী-সমর্থকরা নেচে-গেয়ে জয় উদযাপন করেন। তাদের সঙ্গে যোগ দেন নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নি। তাকে গানের তালে নাচতে দেখা যায়। এ সময় দলের হুডি পরা ছিলেন কার্নি। সোশ্যাল মিডিয়ায় কার্নির নাচের ছবি প্রকাশ করেছেন অনেকে। তাতে দেখা যায়, হাস্যোজ্জ্বল কার্নি আনন্দে মাতোয়ারা। তিনি নেচে জয় উদযাপন করছেন। সমর্থকদের একটি দল তার চারপাশ ঘিরে উৎসাহ দিচ্ছেন। টানা চতুর্থবারের মতো কানাডার সাধারণ নির্বাচনে জয় পেয়েছে লিবারেল পার্টি। নির্বাচনে দলের জয়ের মাধ্যমে তিনি দ্বিতীয় মেয়াদে কানাডার সরকারপ্রধান হতে যাচ্ছেন।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.