স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় বিভিন্ন মামলায় জব্দকৃত বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ৪টার দিকে পুরাতন জেলখানার ভেতর এ মাদকদ্রব্য ধ্বংস করা হয়। চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন থানা পুলিশ ও কোর্ট মালখানার ৭৭টি মামলায় জব্দকৃত এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়। ধ্বংস করা মাদকের মধ্যে রয়েছে ফেন্সিডিল ৩৪ বোতল, কথিত গাঁজা ৮ কেজি ৩৮৫ গ্রাম, কথিত গাঁজার গাছ ১২ কেজি ১৪৫ গ্রাম, ইয়াবা ট্যাবলেট এক হাজার ৯১ পিস, বাংলা মদ ১১৮ লিটার ৭৫০ মি.লি. ট্যাপেন্টাডল ২ হাজার ৩৮৭ পিস, প্যাথেডিন ইনজেকশন ১৬ অ্যাম্পুল ও তাড়ি এক লিটার ৭৫০ মি.লি.। মাদকদ্রব্য ধ্বংসকালে উপস্থিত ছিলেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইয়াসমিন নাহার, মো. তৌহিদুল ইসলাম, মো. মোস্তফা কামাল ও পুলিশ পরিদর্শক আতিকুর রহমানসহ সঙ্গীয় ফোর্স।
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.