মাথাভাঙ্গা মনিটর: দক্ষিণ গাজায় দুটি ইসরাইলি সামরিক ইউনিটকে লক্ষ্য করে হামলা চালিয়ে তাদের ১৯ সৈন্যকে নিহত করার দাবি করেছে হামাসের সশস্ত্র শাখা আল-কাসসাম ব্রিগেড। বৃহস্পতিবার এ ঘোষণা দেয় সশস্ত্র ব্রিগেডটি। হামাস জানিয়েছে যে পূর্ব রাফাহের আল-তান্নুর পাড়ায় ওমর ইবনে আব্দুল আজিজ মসজিদের কাছে যোদ্ধারা সাত সৈন্যের একটি ইসরাইলি বাহিনীর উপর শক্তিশালী বিস্ফোরক দিয়ে হামলা চালায়। যাতে সবাই মারা গেছে। ব্রিগেডগুলি এর আগে জানিয়েছিল, একই পাড়ায় আল-ফিদাই জংশনের কাছে একটি বাড়ির ভিতরে ধ্বংস অভিযান চালানোর প্রস্তুতি নেয়ার সময় তারা ১২জন সৈন্যের একটি ইসরাইলি ইঞ্জিনিয়ারিং ইউনিটকে দুটি অ্যান্টি-পার্সোনেল এবং অ্যান্টি-আর্মর শেল দিয়ে লক্ষ্য করে হামলা চালিয়েছে। আর সেই হামলায় নিহত হয়েছেন ১২জন ইসরাইলি। হামাস আরও জানিয়েছে, বাড়ির ভিতরে বিস্ফোরণে বহু হতাহতের ঘটনা ঘটেছে।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.