দক্ষিণ আফ্রিকার ৩০১ রান টপকে নাটকীয় জয় বাংলাদেশের

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুর্দান্ত এক জয় দিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করেছে বাংলাদেশ ইমার্জিং দল। সোমবার রাজশাহীতে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে প্রথম ম্যাচে ৩ উইকেটের শ্বাসরুদ্ধকর জয় পেয়েছে আকবর আলীর নেতৃত্বাধীন দলটি। জয়ের লক্ষ্যে ৩০২ রান তাড়া করতে নেমে শেষ দুই ওভারে প্রয়োজন ছিল ২৭ রান। এমন চাপের মুহূর্তে দলের হয়ে নায়ক হয়ে ওঠেন রাকিবুল হাসান ও তোফায়েল আহমেদ। ৪৯তম ওভারে আন্দিলে মকগাকানার করা ওভারে দুজনে মিলে ৩টি ছক্কায় ২০ রান তুলে নিয়ে জয় সহজ করে তোলেন। তোফায়েলের এক ছক্কার বিপরীতে রাকিবুল হাঁকান দুইটি। শেষ ওভারে প্রয়োজন ছিল মাত্র ৭ রান। তারা সেটি দুই বল হাতে রেখেই তুলে নিয়ে নিশ্চিত করেন রোমাঞ্চকর জয়। দুজনই ২৪ রানে অপরাজিত থাকেন এবং শেষ মুহূর্তে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। এর আগে মফিজুল ইসলাম রবিনের ব্যাটে জয়ের ভিত গড়ে বাংলাদেশ। ইনিংস ওপেন করে তিনি খেলেন দারুণ এক ৮৭ রানের ইনিংস, যাতে ছিল ৮টি চার ও ২টি ছক্কা। ওপেনিংয়ে জিশান আলমের সঙ্গে ৫২ রানের জুটি গড়েন রবিন। জিশান করেন ৩১ রান। মাঝে এক পর্যায়ে দ্রুত কয়েকটি উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বাংলাদেশ। তখন সাতে নেমে ২৪ বলে ৪১ রানের ঝড়ো ইনিংস খেলে পরিস্থিতি সামাল দেন অধিনায়ক আকবর আলী। ইনিংসটি সাজানো ছিল ৪টি চার ও ২টি ছক্কায়। এর আগে টস জিতে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দল দুইটি হাফ-সেঞ্চুরিতে ভর করে ৮ উইকেটে ৩০১ রানের বড় সংগ্রহগড়ে। কনর এস্টারহুইজেন ৭১ ও আন্দিলে সিমিলানে করেন ৬১ রান। বাংলাদেশের হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন রিপন ম-ল, তিনি শিকার করেন ৩টি উইকেট। এই জয়ের মাধ্যমে তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ ইমার্জিং দল। সিরিজের দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী বুধবার।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More