চুয়াডাঙ্গায় দাবদাহে তৃষ্ণার্তদের জন্য পানি ও স্যালাইন বিতরণকালে শরীফ বিত্তবান ও রাজনৈতিক সংগঠনগুলোকেও মানুষের পাশে দাঁড়াতে হবে
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় তীব্র তাপদাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। প্রচ- গরমে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রায় ছন্দপতন ঘটেছে। এ অবস্থায় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে চুয়াডাঙ্গা জেলা বিএনপি। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় শহরের শহিদ হাসান চত্বরে (চৌরাস্তার মোড়) জেলা বিএনপির উদ্যোগে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। শহরের গুরুত্বপূর্ণ চারটি স্থান শহিদ হাসান চত্বর, কোর্ট মোড়, একাডেমি মোড় ও সদর হাসপাতাল চত্বরে পথচারীদের নেতাকর্মীদের মাধ্যমে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ কার্যক্রম পরিচালনা করেন রাখাল রাজা খ্যাত জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ। এই উদ্যোগ রোদে-ঘামে ক্লান্ত পথচারীসহ সকল শ্রেণিপেশার মানুষের থেকে প্রশংসা কুড়িয়েছে। বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ কার্যক্রমের উদ্বোধনকালে জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ বলেন, ‘চলমান তাপদাহে চুয়াডাঙ্গা ও আশপাশের এলাকাগুলোতে কয়েকদিন ধরে তীব্র তাপদাহ চলছে। মানুষ রাস্তায় বের হলেই ক্লান্ত হয়ে পড়ছে, অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন। এই অবস্থায় আমাদের দায়িত্ববোধ থেকেই আমরা সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। আমাদের এ কার্যক্রম রাজনীতি নয়, সম্পূর্ণ মানবিক দৃষ্টিকোণ থেকে করা হচ্ছে। বিশুদ্ধ পানি ও স্যালাইন সামান্য সহায়তা হলেও মানুষ উপকৃত হচ্ছে-এটাই আমাদের প্রাপ্তি।’ তিনি আরও বলেন, ‘বিএনপি সব সময়ই জনগণের দল হিসেবে মানুষের সুখ-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছে। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বরাবরই নির্দেশ দিয়ে আসছেন-মানুষের সেবায় এগিয়ে আসতে। সেই নির্দেশনা অনুসারে আজকে আমরা শহরের বিভিন্ন মোড়ে, হাসপাতালসহ জনসমাগমস্থলে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করছি।’ শরীফ আরও বলেন, ‘আমাদের এই উদ্যোগ অব্যাহত থাকবে যতদিন তাপদাহ চলবে। দলের নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে নিজ নিজ এলাকায়ও একইভাবে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে। এই দুর্যোগে আমরা চাই না কেউ পানির অভাবে কষ্ট পাক কিংবা অসুস্থ হয়ে পড়ুক।’ তিনি সকল বিত্তবান ও রাজনৈতিক সংগঠনগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘এসব কর্মসূচি একটি দল বা ব্যক্তির দায় নয়। এটি আমাদের সামাজিক দায়িত্ব। তাই অন্যান্য দল, সংগঠন ও ব্যক্তিদেরও অনুরোধ করবো-আপনারাও মানুষের পাশে দাঁড়ান।’ চুয়াডাঙ্গা জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিমের পরিচালনায় উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মীর্জা ফরিদুল ইসলাম শিপলু, সফিকুল ইসলাম পিটু ও খালিদ মাহমুদ মিল্টন। এছাড়াও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান লিপটন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুল হক পল্টু, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক হাফিজুর রহমান মুক্ত। অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুর রশীদ ঝন্টু, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক কামরুজ্জামান বাবলু, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহেদ মোহাম্মদ রাজিব খান, জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আরিফ হোসেন জোয়ার্দার সোনা ও তরিকুল আলম জোয়ার্দার বিলু। এছাড়া উপস্থিত ছিলেন জেলা ওলামা দলের সদস্য সচিব ও কেন্দ্রীয় কমিটির সদস্য মাওলানা আনোয়ার হোসেন এবং জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক জুয়েল মাহমুদ। উদ্বোধন অনুষ্ঠান শেষে জেলা বিএনপির সম্পাদক শরীফুজ্জামান শরীফ নেতাকর্মীদের নিয়ে পথচারীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষের মাঝে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করেন।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.