মহেশপুর প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারত থেকে অবৈধভাবে অনুপ্রবেশের দ্বায়ে এক ভারতীয় নাগরিককে আটক করেছে ৫৮ বিজিবি। গতকাল মঙ্গলবার ভোর ৫টায় উপজেলার মাটিলা সীমান্তে তাকে আটক করা হয়। আটককৃত রিজাউল করিম (৪৮) ঝিনাইদহের মহেশপুর উপজেলার যাদবপুর ইউনিয়নের বেতবাড়ীয়া গ্রামের নুর ইসলামের ছেলে। ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, ৫৮ বিজিবির অধীনস্থ মাটিলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার-৫২/১৮-আর হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মাটিলা গ্রামের মো. ইউসুফ মন্ডলের পুকুরের দক্ষিণ পাড় হতে নিয়মিত টহল পরিচালনা করে ভারত হতে বাংলাদেশে অবৈধভাবে আসার সময় রিজাউলকে আটক করা হয়। তিনি আরও জানান, তাকে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।
পূর্ববর্তী পোস্ট
কুষ্টিয়ায় পরকীয়ার জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যা : দুই শিশুকন্যাসহ স্বামীর অবস্থা আশঙ্কাজনক
পরবর্তী পোস্ট
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.