দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলা নিরাপদ খাদ্য ব্যাবস্থাপনা সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুর সাড়ে ১২ টার দিকে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জেলা কার্যালয় চুয়াডাঙ্গা ও উপজেলা প্রশাসন দামুড়হুদার যৌথ আয়োজনে দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা তিথি মিত্র’র সভাপতিত্বে নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন চুয়াডাঙ্গা জেলা নিরাপদ খাদ্য অফিসার সজীব পাল। এ সময় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে এইচ তাসফিকুর রহমান, উপজোলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হেলেনা আক্তার নিপা, সমাজসেবা কর্মকর্তা তোফাজ্জল হক, অতিরিক্ত কৃষি কর্মকর্তা অভিজিৎ কুমার বিশ্বাস, উপজেলা খাদ্য কর্মকর্তা দেলোয়ার হোসেন, মৎস্য কর্মকর্তা বিল্লাল হোসেন, দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি শামসুজ্জোহা পলাশ প্রমুখ।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.