স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় সিসি ক্যামেরার ফুটেজ দেখে চোর শনাক্ত করে গ্রেফতার করেছে পুলিশ। একই সাথে চোরাই গরুও উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিশ্চত করেছে চুয়াডাঙ্গা সদর থানার ওসি খালেদুর রহমান। তিনি জানান, গতকাল শুক্রবার বিকেলে সোয়া ৪টার দিকে চুয়াডাঙ্গা রেলপাড়ার মৃত আনোয়ার হোসেন বাবুর ছেলে আবু হানিফের একটি গরু চুরি হয়। এ ঘটনায় আবু হানিফ চুয়াডাঙ্গা সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে সিসি ক্যামেরার ফুটেজ দেখে চোর শনাক্ত করে পুলিশ। চুয়াডাঙ্গা রেলপাড়ার মামুনের বাড়ির ভাড়াটিয়া রিফাত মোল্লাকে গ্রেফতার করে চুয়াডাঙ্গা সদর থানার এসআই লিটন হোসেন। রিফাত মোল্লার দেয়া তথ্যের ভিত্তিতে এস আই লিটন হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে জাফরপুর পূর্বপাড়ায় অভিযান চালিয়ে আকিদ হাসানের বাড়ি থেকে গরুটি উদ্ধার করে। একই সাথে আকিদ হাসানকেও গ্রেফতার করা হয়। গ্রেফতার আকিদ হাসান জাফরপুর পূর্বপাড়ার মিনারুল ইসলামের ছেলে। অপরদিকে রিফাত মোল্লা নিজের পরিচয় দিতে গিয়ে পুলিশের কাছে জানিয়েছে তার বাড়ি নড়াইল জেলার লোহাগড়া উপজেলার ধোপাদাহ গ্রামে। পিতার নাম সোহেল মোল্লা। রিফাত মোল্লা চুয়াডাঙ্গা রেলপাড়ার মামুনের বাসার ভাড়াটিয়া। আজ শনিবার রিফাত মোল্লা ও আকিদ হাসানকে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে ওসি খালেদুর রহমান।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.