স্টাফ রিপোর্টার: স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘আমার কাছে পুশইন (ঠেলে পাঠানো) উস্কানিমূলক কার্যক্রম মনে হচ্ছে না।’ তখন অবৈধ ভারতীয়দের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘বাংলাদেশে অবৈধ ভারতীয় একেবারে নেই-এমন কথা বলব না। সবাইকে অনুরোধ করব, এ বিষয়ে সরকারকে জানালে নিয়ম মেনে তাদের ভারতে পাঠানো হবে।’ শনিবার সকালে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রায়মঙ্গল নদী ও বয়েসিং খালের সংযোগস্থলে ভাসমান সীমান্ত চৌকি (বিওপি) উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি। এর আগে তিনি সম্প্রতি ৭৮ জনকে পুশইন করার স্থান সুন্দরবনের মান্দারবাড়িয়া পরিদর্শন করেন। শনিবারও কয়েকজনকে ঠেলে পাঠিয়েছে বিএসএফ। এ নিয়ে গত ৪ মে থেকে ৩৪৬ জনকে ঠেলে পাঠানোর খবর পাওয়া গেছে।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.