দর্শনা অফিস: দর্শনায় গাজাসহ টুটুল মিয়া ও সাইদুর রহমান নামের অভিযুক্ত দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে দর্শনা থানার এসআই মাসুদুর রহমান গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক বিরোধী অভিযান চালান দর্শনা পৌর এলাকার রামনগর-পরানপুর সড়কে। এ সময় রামনগর হতে পুলিশ ওই সড়কে একটি ইজিবাইকের গতিরোধ করে। ইজিবাইকে তল্লাশি চালিয়ে ৬ কেজি ১২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশের পক্ষ থেকে। এ ঘটনায় গ্রেফতার করা হয় দামুড়হুদার কুড়ুলগাছি ইউনিয়নের হরিশচন্দ্রপুর নতুন গ্রামের মওলা বক্সের ছেলে গ্রেফতার টুটুল মিয়া ও একই ইউনিয়নের ফুলবাড়ী গাইনপাড়ার নুহু নবি গাইনের ছেলে সাইদুর রহমানকে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে গতকালই এসআই মাসুদুর রহমান বাদি হয়ে মামলা দায়ের করেছেন দর্শনা থানায়।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.