হায়দরাবাদে ভবনে ভয়াবহ অগ্নিকা- : নারী-শিশুসহ নিহত ১৭

মাথাভাঙ্গা মনিটর: ভারতের হায়দরাবাদে আইকনিক চারমিনারে কাছের এক ভবনে ভয়াবহ অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নারী-শিশুসহ অন্তত ১৭জন নিহত হয়েছে। তবে কীভাবে আগুনের সূত্রপাত তা জানা যায়নি। দমকল বাহিনীর এক কর্মকর্তা বলেন, রোববার স্থানীয় সময় সকাল সাড়ে ৬টার দিকে আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান দমকল বাহিনীর সদস্যরা। তিনি আরও বলেন, আগুন নেভাতে ১১টি ফায়ার ইঞ্জিন ব্যবহার করা হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আনন্দবাজার জানিয়েছে, যে ভবনে আগুন লেগেছে সেটির নাম ‘গুলজার হাউজ’। বাড়িটির নিচে সোনার অলঙ্কারের বেশ কয়েকটি দোকান ছিল। দোকানদারদের পরিবারের সদস্যরা থাকতেন উপরতলায়। এনডিটিভি লিখেছে, যে এলাকায় এই অগ্নিকা-ের ঘটনা ঘটেছে সেখানে সারি সারি জুয়েলারি দোকান আছে।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More