চুয়াডাঙ্গার আদালতে প্রথমবারের মতো ভার্চুয়ালি সাক্ষীর সাক্ষ্যগ্রহণ

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার আদালতে প্রথমবারের মতো ভার্চুয়ালি সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে দুটি মামলায় প্রথম বারের মতো ভার্চুয়ালি সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করেন চুয়াডাঙ্গার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শিমুল কুমার বিশ্বাস। আদালত সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিচারাধীন টিআর ২২২/২২ ও টিআর ০১/২০২৪নং মামলায় ভার্চুয়ালি সাক্ষ্য প্রদান করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত চিকিৎসক সাদিয়া মা-আরিজ। তিনি সে সময় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে কর্মরত থাকা অবস্থায় ২০২৩ সালের ৬ আগস্ট মেডিকেল অফিসার হিসেবে টিআর ০১/২০২৪ নং মামলার মৃত ব্যক্তি মিসকাতুল জান্নাত মীমের (১৬) ময়নাতদন্ত করেন। এছাড়াও ২০২২ সালের ১ জুন টি,আর ২২২/২০২২ নং মামলার ভিকটিম মো. আব্দুল হান্নানকে পরীক্ষা করেন। আদালতের সরকারি পাবলিক প্রসিকিউটরের আবেদনের প্রেক্ষিতে আদালত উল্লেখিত দুটি মামলার সাক্ষী ডা. সাদিয়া মা-আরিজকে ভার্চুয়ালি সাক্ষ্য প্রদানের জন্য সমন (অনুমতি) প্রদান করেন। গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টায় ডিজিটাল প্লাটফর্ম হোয়াটস অ্যাপের মাধ্যমে সাক্ষ্য গ্রহণ করেন। সাক্ষ্য গ্রহণের সময় মামলার আসামিরা ডকে উপস্থিত ছিলেন। রাষ্ট্রপক্ষের সরকারি পাবলিক প্রসিকিউটর মো. রাসেল পারভেজ এবং আসামী পক্ষে আইনজীবী মো. আবজালুল হক এবং অ্যাড. মো. আত্তাব আলী সাক্ষির জেরা করেন। অডিও ভিডিও বা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে বিচারপ্রার্থী পক্ষগণ, তাদের আইনজীবী বা সংশ্লিষ্ট অন্য ব্যক্তি বা সাক্ষীগণের ভার্চুয়াল উপস্থিতিতে সাক্ষ্য গ্রহণ ও শুনানি সংক্রান্ত বাংলাদেশ সুপ্রীম কোর্ট, হাইকোর্ট বিভাগ ঢাকা এর অনুসরণীয় প্র্যাকটিস নির্দেশনা মেনে এই ভার্চুয়ালি সাক্ষ্য গ্রহণ করা হয়।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More