মহেশপুর প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর উপজেলার ৭নং কাজিরবেড় ইউনিয়ন পরিষদের হলরুমে সরকারি কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে আইনশৃঙ্খলা আত্মহত্যা, বাল্যবিয়ে, যৌতুক, ডেঙ্গু প্রতিরোধে করণীয় নির্ধারণ বিষয়ক মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়। গতকাল সোমবার সকালে উপজেলা নির্বাহী অফিসার খাদিজা খাতুনের সভাপতিত্বে ইউনিয়ন পরিষদ হলরুমে মতবিনিময়সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখে ঝিনাইদহ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য পঃপঃ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ হেদায়েদ বিন সেতু, মহেশপুর থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকতা উম্মে সালমা, কাজিরবেড় ইউপি চেয়ারম্যান মোহাম্মদ ইয়ানবি। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকতা মোস্তাফিজুর রহমান, পল্লী উন্নয়ন কর্মকর্তা (বিআরডিবি) মো. বাহাউল ইসলাম ও কাজিরবেড় ইউনিয়ন পরিষদের সদস্যগণ। বক্তারা আত্মহত্যা বাল্যবিয়েকে না বলুন এ সেøাগানকে সামনে রেখে বিস্তারিত আলোচনা করেন। বক্তারা আরও বলেন আত্মহত্যায় জীবনের সমাধান নয়। ইউনিয়নের ঝুকিপূর্ণ শতাধিক পরিবারের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে ইউনিয়নের বিভিন্ন উন্নয়নমূলক কাজের খোঁজখবর নেন জেলা প্রশাসক মহাদয়।
পূর্ববর্তী পোস্ট
চুয়াডাঙ্গার আদালতে প্রথমবারের মতো ভার্চুয়ালি সাক্ষীর সাক্ষ্যগ্রহণ
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.