স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার দর্শনায় জামায়াতের নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টায় দর্শনা সাংগঠনিক থানা শাখার এ অনুষ্ঠানের আয়োজন করে। দর্শনা সাংগঠনিক থানা শাখার আমির মাওলানা রেজাউল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের আমির অ্যাড. রুহুল আমিন। বিশেষ অতিথি ছিলেন নায়েবে আমির সাবেক উপজেলা চেয়ারম্যান মাওলানা আজিজুর রহমান, দর্শনা পৌর শাখার আমির শাহিকুল আলম অপু, জাহিদুল ইসলাম, পৌর সেক্রেটারি শাহারিয়া হোসেন দবির, আব্দুর রহমান অর্থ, থানা শ্রমিক কল্যাণ রেফডারেশনের থানা সেক্রেটারি প্রমুখ। নারী সমাবেশ শেষে বেলা সাড়ে ১১টায় দর্শনা পরিবহন শ্রমিক অফিসের সামনে মোটর শ্রমিকদের সাথে মতবিনিময়সভা অনুষ্ঠিত।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.