গাংনী প্রতিনিধি: মেহেরপুর জেলা ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ দবির আলী নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গতকাল সোমবার বিকেলের দিকে মেহেরপুরের গাংনী চোখতোলা ধর্মচাকী সড়কের শ্মশান ঘাটের সামনের পাকা রাস্তার ওপর থেকে দবির আলীকে গ্রেফতার করা হয়। দবির আলী খাসমহল পশ্চিম পাড়ার নূর হোসেনের ছেলে। জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর ডিবি’র পরিদর্শক গোপালের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল মেহেরপুরের গাংনী চোখতোলা ধর্মচাকী সড়কের শ্মশান ঘাটের সামনের পাকা রাস্তার ওপর থেকে দবির আলীকে গ্রেফতার করে। এ সময় তার নিকট থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গাংগী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.