গাংনীতে পাটের বস্তার বদলে প্লাস্টিকের বস্তায় চাল বিক্রি ভ্রাম্যমাণ আদালতে চাল ব্যবসায়ীর জরিমানা

গাংনী প্রতিনিধি: পাটের বস্তার বদলে প্লাস্টিকের বস্তায় চাল বিক্রির দায়ে মেহেরপুরের গাংনী বাজারের চাল ব্যবসায়ী কাবরান আলীর কাছ থেকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন ২০১০ অনুযায়ী গতকাল বুধবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে জরিমানা আদায় করেন গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেন। অভিযান সূত্রে জানা গেছে, আইন অমান্য করে প্লাস্টিক ও পলিথিনের ব্যাগে চাল বিক্রি হচ্ছে। দোকানিকে প্রাথমিকভাবে জরিমানা করা ছাড়াও পরবর্তীতে এ কাজ না করার জন্য সতর্ক করা হয়। প্রসঙ্গত, ধান, চাল, গম, ভুট্টা, ডাল,আটা, ময়দাসহ ১৯ ধরনের পণ্য সংরক্ষণ, সরবরাহ ও মোড়কীকরণে পাটের বস্তার সঠিক ব্যবহার বাধ্যতামূলক। পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন-২০১০ অনুযায়ী ১৯টি পণ্যে পাটের বস্তার সঠিক ব্যবহার নিশ্চিতে কঠোর হচ্ছে সরকার। পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০ অনুযায়ী প্রথমে ছয়টি পণ্য; অর্থাৎ ধান, চাল, গম, ভুট্টা, সার ও চিনি সংরক্ষণ, সরবরাহ ও মোড়কীকরণে পাটের বস্তা বাধ্যতামূলক করা হয়। ২০১৭ সালের ২১ জানুয়ারি এই তালিকায় আরও যুক্ত হয় মরিচ, হলুদ, পেঁয়াজ, আদা, রসুন, ডাল, ধনে, আলু, আটা, ময়দা ও তুষ-খুদ। ২০১৮ সালের ৬ আগস্ট পোলট্রি ও ফিশ ফিডের মোড়কীকরণে পাটের বস্তা ব্যবহার বাধ্যতামূলক করা হয়। আইন অনুযায়ী পাটের মোড়ক ব্যবহার না করলে আইন অমান্যকারীকে শাস্তি হিসেবে অনূর্ধ্ব এক বছর কারাদ- বা অনধিক ৫০ হাজার টাকা অর্থদ- বা উভয় দ-ে দ-িত করা যেতে পারে।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More