মাদকের ছোবল থেকে যুব সমাজকে রক্ষা করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

চুয়াডাঙ্গায় মাদকের ক্ষতিকর প্রভাব নিরসনে যুবসমাজের সংশ্লিষ্ঠতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

স্টাফ রিপোটার: চুয়াডাঙ্গায় মাদকের ক্ষতিকর প্রভাব নিরসনে যুবসমাজের সংশ্লিষ্ঠতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেলে এডাব চুয়াডাঙ্গা জেলা শাখা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজন করে। এডাব চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি মো. বিল্লাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, যেহেতু চয়াডাঙ্গা জেলা সীমান্তবর্তি জেলা, তাই মাদকের অবাদ বিচরণের সুযোগ রয়েছে। যুব সমাজ মাদক সংশ্লিষ্ঠতার সাথে জড়িত বেশি। যুব সমাজকে খেলাধুলাসহ কর্মসংস্থানের মধ্যে রাখার ব্যবস্থা করা এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা। মাদকের বিরুদ্ধে আমরা কাজ করছি। এর চাহিদা কমাতে ও অভিভাবকদের মধ্যে সচেতনতা বাড়াতে জিও এনজিও সমন্বয়ে কাজ করতে হবে। তিনি আরও বলেন, আপানার সন্তান মাদক সেবন করছে না মানে আপনি দ্বায় এড়াতে পারেন না। প্রতিবেশী মাদকাসক্ত ব্যক্তির কারণে আপনার সন্তানও একদিন মাদকাসক্ত হয়ে পড়তে পারে। প্রতিবেশী যেই মাদকে আসক্ত হোকনা কেন তার দ্বায় পুরো সমাজের ওপর পড়ে। তিনি যুব সমাজকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে সমন্বয়িত ভাবে কাজ করার প্রতি আহবান জানান। আলোচনা শেষে তিনি সকলকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে সফত করান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মিজানুর রহমান, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক সিদ্দিকা সোহেলী রশীদ, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক ফিরোজ আহম্মেদ, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক মাকসুরা জান্নাত, জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক শাহ জালাল খান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মৌমিতা পারভীন, উপজেলা শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার সোহেল আহম্মেদ, চুয়াডাঙ্গা আদর্শ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর হোসেন, মালিক আব্দুল বারী (এমএবারী) মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেন, চুয়াডাঙ্গা জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব, জেলা ওলামা পরিষদের সভাপতি মুফতি জুনাইদ আল হাবীবী, বৈষম্য বিরোধী সংগঠনের সদস্য সচিব সাফাতুল ইসলাম, মুখ্য সংগঠক সাজিবুল ইসলাম, কম্প্যাক্ট ফাউন্ডেশনের প্রশাসনিক কর্মকর্তা রাসেল মাহমুদ, চুয়াডাঙ্গা পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাজেদুল ইসলাম মেহেদী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পল্লি উন্নয়ন সংস্থা পাস’র নির্বাহী পরিচালক ইলিয়াস হোসেন। কোরআন থেকে তেলাওয়াত করেন থানা মসজিদের ঈমাম হাফেজ মাওলানা ইয়াকুব আলী। অনুষ্ঠানটি পরিচালন করেন এডাব চুয়াডাঙ্গা জেলা শাখার সদস্য মো. সাইদুর রহমান লিপু।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More