স্টাফ রিপোর্টার: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফিরতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে গাজীপুরের সালনা হাইওয়ে থানা পরিদর্শনের পর তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন। লন্ডনে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. ইউনূসের সঙ্গে তারেক রহমানের বৈঠকের পর তার দেশের ফেরা সহজ হবে কিনা এমন প্রশ্নে তিনি জানান, তারেক রহমান দেশের নাগরিক। ‘যখন ইচ্ছা করবেন, তখনই দেশে ফিরতে পারবেন। এর জন্য কোনো বাধা নেই,’ বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সীমান্তে পুশইন (জোরপূর্বক আটক) নিয়ে প্রশ্নে তিনি বলেন, ‘যদি আমাদের নাগরিকরা ভারতের মধ্যে থাকেন, তাহলে অবশ্যই আমরা তাদের ফিরিয়ে নেব। তবে সেটা নির্ধারিত নিয়ম অনুসারে হতে হবে।’ তিনি বলেন, ‘ভারত সরকার এই নিয়ম মানছে না।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.