ঝিনাইদহ সদরের হামোদহের বিলে ভ্যানচালক রবিউল ইসলাম হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত। সোমবার বিকেলে অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক উৎপল ভট্টাচার্য্য এ আদেশ দেন।দন্ডপ্রাপ্তরা হল, পাশ্ববর্তি কেশবপুর গ্রামের মাজেদুল ওরফে মাজু, গোলাম রসুল, আজিজুল ও জাহিদুল ইসলাম।
মামলার বিবরণে জানা যায়, ২০০৬ সালের ১০ জানুয়ারি সদর উপজেলার বিষয়খালী গ্রামের ভ্যানচালক রবিউল ইসলামকে বাড়ী থেকে ডেকে নিয়ে যায় স্থানীয় কয়েকজন ব্যক্তি। এরপর অনেক খোজাখুজি করেও তাকে আর পাওয়া যায়নি। ওই বছরেরই এপ্রিল মাসের ৪ তারিখ অজ্ঞাত এক ব্যক্তি প্রতিবেশীর মাধ্যমে নিহতের ভাইকে মোবাইলে জানায় যে তোমার ভাইকে যারা ডেকে নিয়ে গেছিলো তারা ওকে মেরে ফেলেছে এবং হামোদহের বিলের মাটিতে পুতে রেখেছে।
ওইদিনই পুলিশের সহযোগীতায় বিলের ঘাট থেকে মাটি খুড়ে রবিউল ইসলামের মৃতদেহ উদ্ধার করে। পরে সেই রাতেই নিহতের পরিবারের পক্ষ থেকে সদর থানায় ১৪ জনকে আসামী করে হত্যা মামালা করা হয়।
সেই মামলায় পুলিশ ওই বছরের নভেম্বর মাসের ২৫ তারিখ চুড়ান্ত অভিযোগপত্র আদালতে দাখিল করে। মামলার দীর্ঘশুনানী শেষে আদালত ৪ জনকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড এবং বাকিদের খালাশ প্রদান করেন।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.