মাথাভাঙ্গা মনিটর: শ্রীলঙ্কা সফরের টেস্ট সিরিজে প্রথম ম্যাচ ড্রয়ের পর দ্বিতীয় ম্যাচে কলম্বোতে মাঠে নেমেছে বাংলাদেশ। দ্বিতীয় দিনের প্রথম সেশনেই ২৪৭ রানে অলআউট হয় সফরকারীরা। এরপর ব্যাট করতে নামে স্বাগতিকরা। দুই ওপেনারের দুর্দান্ত ব্যাটিংয়ে শুরুটা দুর্দান্ত হয়েছিল লঙ্কানদের। লাহিরু উদানা ফিরলেও আরেক ওপেনার পাথুম নিশাঙ্কার অপরাজিত ১৪৬ ও দীনেশ চান্দিমালের ৯৩ রানের ইনিংসের সুবাদে লঙ্কানরা দ্বিতীয় দিন শেষ করেছে ২ উইকেটে ২৯০ রানে। তাতে বাংলাদেশের চেয়ে এগিয়ে আছে ৪৩ রানে। প্রথম ইনিংসের ব্যাট করতে নেমে দুই লঙ্কান ওপেনার নিশাঙ্কা ও উদারা মিলে গড়েন ৮৮ রানের জুটি। তবে তাইজুল ইসলামের বলে লেগ বিফোর উইকেটের ফাঁদে পড়ে আউট হন উদারা। সাজঘরে ফেরার আগে তিনি ৬৫ বল খেলে করেন ৪০ রান। তবে উদারা ফিরলেও আরেক ওপেনার নিশাঙ্কাই দলের হাল ধরে ছিলেন। চান্দিমালের সঙ্গে তিনি গড়েন ১৯৩ রানের জুটি। চান্দিমালের সঙ্গে এ জুটি গড়ার পথে পেয়ে যান নিজের সেঞ্চুরির দেখা। সেঞ্চুরির পথে ছিলেন চান্দিমালও। তবে শতক থেকে ৭ রান দূরে থাকতেই সাজঘর ফিরতে হয় তাঁকে। দলীয় ২৮২ রান নাইম হাসানের বলে কট বিহাইন্ড হয়ে আউট হন চান্দিমাল। চান্দিমাল ফেরার পর ক্রিজে নিশাঙ্কার সঙ্গী হন প্রবাথ জয়াসুরিয়া। এ দুজন মিলে বাকি দিনটা পার করে দেন। দ্বিতীয় দিন শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ২ উইকেটে ২৯০ রান।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.