কোটচাঁদপুর প্রতিনিধি:“সত্য সমাগত মিথ্যা বিতাড়িত, সত্যের জয় অবশ্যম্ভাবী” পবিত্র কোরআনের এ বাণীকে সামনে রেখে ঝিনাইদহের কোটচাঁদপুর পৌর জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত হয়েছে নির্বাচনী দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকাল ৪ টার সময় স্থানীয় আল ফালাহ ইসলামি সেন্টারে পৌর আমির মুহাদ্দিস আব্দুল কাইয়ুম এর সভাপতিত্বে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় শুরা সদস্য ও ঝিনাইদহ-৩ ( কোটচাঁদপুর – মহেশপুর) আসনের গণমানুষের নেতা অধ্যাপক মতিয়ার রহমান। তিনি বলেন সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত সমাজ গড়তে হলে কোরানের শাসন কায়েম করতে হবে। কল্যাণ মুলক দেশ গঠনে সকলের অগ্রণী ভুমিকা পালন করার আহ্বান জানান তিনি। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমির আব্দুল আলীম। তিনি পৌর শাখার দায়িত্বশীলদের সার্বিক বিষয়ে খোঁজ খবর নেন এবং নির্বাচনে দায়িত্ব পালন করার জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দেন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আমির মাওলানা তাজুল ইসলাম, উপজেলা সেক্রেটারি শাহাবুদ্দিন খান, যুব ও মিডিয়া বিভাগের সম্পাদক এবং পৌর গণমানুষের নেতা শরিফুল ইসলাম, ছাত্র শিবিরের উপজেলা সভাপতি শফিক হাসান, উপজেলা সহকারী সেক্রেটারি মশিউর রহমান মাস্টার, বায়তুলমাল সম্পাদক মাস্টার রেজাউল ইসলাম, পৌর সেক্রেটারি মাহফুজুল হক মিন্টু।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.