দামুড়হুদার নাটুদার সড়কের পাশে ঘাস চাষ : সৌন্দর্য নাকি দুর্ঘটনার শঙ্কা

নাটুদা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার নাটুদা ইউনিয়নের উপর বুক চিরে এঁকেবেঁকে যাওয়া সব থেকে ব্যস্ততম মুজিবনগর সড়ক। জানা গেছে অনেকের ব্যক্তিগত স্বার্থে আটকবর থেকে মুজিবনগর সড়কের পাকা রাস্তার গা ঘেঁষেই সম্প্রতি লাগানো হয়েছে গবাদি পশুর খাদ্য হিসেবে ব্যবহৃত ঘাস। ঘাসগুলো অতিরিক্ত ঘন ও লম্বা হওয়ায় বাতাসে দুলতে দুলতে তাদের ডগা পাকা রাস্তার উপর ছড়িয়ে পড়ছে।
স্থানীয়দের মধ্যে এ নিয়ে গতকাল সোমবার সকালে বিভিন্ন মতভেদ দেখা দিয়েছে। একপক্ষ বলছে, সড়কের দুই পাশে ঘাস বা গাছ লাগানো হলে রাস্তার সৌন্দর্য বৃদ্ধি পায় এবং এটি পরিবেশবান্ধবও। তবে অন্যপক্ষ বলছেন, এই ঘাস অতিরিক্ত জায়গা দখল করায় দ্রুতগতির যানবাহন চলাচলে ঝুঁকি তৈরি করছে। বিশেষ করে রাতে বা বৃষ্টির সময় এসব ঘাসের কারণে চালকদের সঠিকভাবে রাস্তার প্রান্ত বোঝা কঠিন হয়ে যায়। স্থানীয় সচেতন মহলের দাবী, যদি সঠিক পরিকল্পনায় ঘাস বা গাছ লাগানো হয় এবং নিয়মিত ছাঁটাই করা হয়, তাহলে সৌন্দর্য বজায় থাকবে এবং দুর্ঘটনার ঝুঁকিও এড়ানো যাবে। এ বিষয়ে সড়ক ও জনপথ বিভাগের কর্তৃপক্ষ বা স্থানীয় প্রশাসনের সুস্পষ্ট নির্দেশনা ও তদারকি কামনা করেছেন এলাকাবাসী।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More