শাকিব খানকে ‘মেগাস্টার’ বলতে আপত্তি জাহিদ হাসানের ঢালিউড সিনেমায় ২৬ বছর ধরে অভিনয় করছেন শাকিব খান। বহু সুপারহিট সিনেমা উপহার দিয়ে ইন্ডাস্ট্রিতে শক্ত জায়গা তৈরি করেছেন। দেশে-বিদেশের অসংখ্য ভক্ত। এমনকি ভক্তরা তাকে ভালোবেসে কখনও কিং খান, সুপারস্টার, নবাব বিভিন্ন খেতাব দিয়েছেন। সম্প্রতি দেখা যায় শাকিব খানের নামের আগে ব্যবহার করা হয় মেগাস্টার শব্দটি। তবে এ তারকার নামের আগে এই শব্দচয়ন নিয়ে আপত্তি জানিয়েছেন জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান। গত ঈদে শাকিব খানের তাণ্ডব মুক্তি পায়। পাশাপাশি প্রেক্ষাগৃহে মুক্তি জাহিদ হাসানের উৎসব সিনেমাও। প্রথম দিকে তাণ্ডব এগিয়ে থাকলে ধীরে ধীরে শাকিব খানের সিনেমাকে ছাড়িয়ে গেছে জাহিদ হাসানের উৎসব। মুক্তির চতুর্থ সপ্তাহে এসে ছবিটি প্রদর্শনীও বেড়েছে। বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে জাহিদ হাসান বলেন, ‘আমাদের এখানে তাণ্ডব সিনেমাকে আলাদা ধরা হয় শাকিব খানের জন্য। তাকে শুধু শাকিব খান বলা হয় না। বলে মেগাস্টার শাকিব খান। অন্য সবাইকে বলা হয় চিত্রনায়ক। কেন, এটা বুঝি না। সে তো একজন অভিনেতা। তাকে আগেই একটা ট্যাগ লাগিয়ে দেওয়া হয়। এটা তার জন্য কতটা ভালো হচ্ছে বা মন্দ হচ্ছে জানি না। তবে শব্দটা কানে লাগে।’ কয়েক বছর হলো ঈদের সময় সবচেয়ে বেশি হলে মুক্তি পায় শাকিব খানের সিনেমা। এবারের ঈদেও সেই ধারা অব্যাহত ছিল। তবে এবার সিঙ্গেল স্ক্রিনে তেমন সুবিধা করতে পারেনি তাণ্ডব। দ্বিতীয় সপ্তাহে এসে অনেক হল থেকে নেমে গেছে। এ বিষয়ে জাহিদ হাসান বলেন, ‘শেক্‌সপিয়ারের একটা কথা আছে, কোনো কিছু হওয়া বড় ব্যাপার না। কোনো কিছু হয়ে থাকাটা বড় ব্যাপার। আমি বলছি, এতগুলো হল পেয়েছি। শেষ পর্যন্ত সেটি আর থাকছে না। এটা কিন্তু অপমানজনক। যতটা বিনয়ীভাবে এগোনো যায় ততটাই ভালো।’ জাহিদ হাসান মনে করেন ঈদে মুক্তি পাওয়া সবকটি সিনেমা কারও একার নয়, চলচ্চিত্রের সবার। তার প্রত্যাশা সব সিনেমা ভালো ব্যবসা করুক।

শাকিব খানকে ‘মেগাস্টার’ বলতে আপত্তি জাহিদ হাসানেরঢালিউড সিনেমায় ২৬ বছর ধরে অভিনয় করছেন শাকিব খান। বহু সুপারহিট সিনেমা উপহার দিয়ে ইন্ডাস্ট্রিতে শক্ত জায়গা তৈরি করেছেন। দেশে-বিদেশের অসংখ্য ভক্ত। এমনকি ভক্তরা তাকে ভালোবেসে কখনও কিং খান, সুপারস্টার, নবাব বিভিন্ন খেতাব দিয়েছেন। সম্প্রতি দেখা যায় শাকিব খানের নামের আগে ব্যবহার করা হয় মেগাস্টার শব্দটি। তবে এ তারকার নামের আগে এই শব্দচয়ন নিয়ে আপত্তি জানিয়েছেন জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান।

গত ঈদে শাকিব খানের তাণ্ডব মুক্তি পায়। পাশাপাশি প্রেক্ষাগৃহে মুক্তি জাহিদ হাসানের উৎসব সিনেমাও। প্রথম দিকে তাণ্ডব এগিয়ে থাকলে ধীরে ধীরে শাকিব খানের সিনেমাকে ছাড়িয়ে গেছে জাহিদ হাসানের উৎসব। মুক্তির চতুর্থ সপ্তাহে এসে ছবিটি প্রদর্শনীও বেড়েছে।

বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে জাহিদ হাসান বলেন, ‘আমাদের এখানে তাণ্ডব সিনেমাকে আলাদা ধরা হয় শাকিব খানের জন্য। তাকে শুধু শাকিব খান বলা হয় না। বলে মেগাস্টার শাকিব খান। অন্য সবাইকে বলা হয় চিত্রনায়ক। কেন, এটা বুঝি না। সে তো একজন অভিনেতা। তাকে আগেই একটা ট্যাগ লাগিয়ে দেওয়া হয়। এটা তার জন্য কতটা ভালো হচ্ছে বা মন্দ হচ্ছে জানি না। তবে শব্দটা কানে লাগে।’

কয়েক বছর হলো ঈদের সময় সবচেয়ে বেশি হলে মুক্তি পায় শাকিব খানের সিনেমা। এবারের ঈদেও সেই ধারা অব্যাহত ছিল। তবে এবার সিঙ্গেল স্ক্রিনে তেমন সুবিধা করতে পারেনি তাণ্ডব। দ্বিতীয় সপ্তাহে এসে অনেক হল থেকে নেমে গেছে।

এ বিষয়ে জাহিদ হাসান বলেন, ‘শেক্‌সপিয়ারের একটা কথা আছে, কোনো কিছু হওয়া বড় ব্যাপার না। কোনো কিছু হয়ে থাকাটা বড় ব্যাপার। আমি বলছি, এতগুলো হল পেয়েছি। শেষ পর্যন্ত সেটি আর থাকছে না। এটা কিন্তু অপমানজনক। যতটা বিনয়ীভাবে এগোনো যায় ততটাই ভালো।’

জাহিদ হাসান মনে করেন ঈদে মুক্তি পাওয়া সবকটি সিনেমা কারও একার নয়, চলচ্চিত্রের সবার। তার প্রত্যাশা সব সিনেমা ভালো ব্যবসা করুক।

ঢালিউড সিনেমায় ২৬ বছর ধরে অভিনয় করছেন শাকিব খান। বহু সুপারহিট সিনেমা উপহার দিয়ে ইন্ডাস্ট্রিতে শক্ত জায়গা তৈরি করেছেন। দেশে-বিদেশের অসংখ্য ভক্ত। এমনকি ভক্তরা তাকে ভালোবেসে কখনও কিং খান, সুপারস্টার, নবাব বিভিন্ন খেতাব দিয়েছেন। সম্প্রতি দেখা যায় শাকিব খানের নামের আগে ব্যবহার করা হয় মেগাস্টার শব্দটি। তবে এ তারকার নামের আগে এই শব্দচয়ন নিয়ে আপত্তি জানিয়েছেন জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান।

গত ঈদে শাকিব খানের তাণ্ডব মুক্তি পায়। পাশাপাশি প্রেক্ষাগৃহে মুক্তি জাহিদ হাসানের উৎসব সিনেমাও। প্রথম দিকে তাণ্ডব এগিয়ে থাকলে ধীরে ধীরে শাকিব খানের সিনেমাকে ছাড়িয়ে গেছে জাহিদ হাসানের উৎসব। মুক্তির চতুর্থ সপ্তাহে এসে ছবিটি প্রদর্শনীও বেড়েছে।

বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে জাহিদ হাসান বলেন, ‘আমাদের এখানে তাণ্ডব সিনেমাকে আলাদা ধরা হয় শাকিব খানের জন্য। তাকে শুধু শাকিব খান বলা হয় না। বলে মেগাস্টার শাকিব খান। অন্য সবাইকে বলা হয় চিত্রনায়ক। কেন, এটা বুঝি না। সে তো একজন অভিনেতা। তাকে আগেই একটা ট্যাগ লাগিয়ে দেওয়া হয়। এটা তার জন্য কতটা ভালো হচ্ছে বা মন্দ হচ্ছে জানি না। তবে শব্দটা কানে লাগে।’

কয়েক বছর হলো ঈদের সময় সবচেয়ে বেশি হলে মুক্তি পায় শাকিব খানের সিনেমা। এবারের ঈদেও সেই ধারা অব্যাহত ছিল। তবে এবার সিঙ্গেল স্ক্রিনে তেমন সুবিধা করতে পারেনি তাণ্ডব। দ্বিতীয় সপ্তাহে এসে অনেক হল থেকে নেমে গেছে।

এ বিষয়ে জাহিদ হাসান বলেন, ‘শেক্‌সপিয়ারের একটা কথা আছে, কোনো কিছু হওয়া বড় ব্যাপার না। কোনো কিছু হয়ে থাকাটা বড় ব্যাপার। আমি বলছি, এতগুলো হল পেয়েছি। শেষ পর্যন্ত সেটি আর থাকছে না। এটা কিন্তু অপমানজনক। যতটা বিনয়ীভাবে এগোনো যায় ততটাই ভালো।’

জাহিদ হাসান মনে করেন ঈদে মুক্তি পাওয়া সবকটি সিনেমা কারও একার নয়, চলচ্চিত্রের সবার। তার প্রত্যাশা সব সিনেমা ভালো ব্যবসা করুক।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More