চুয়াডাঙ্গার তিতুদহে প্লাষ্টিকের বিনিময়ে চারা বিতরণ

স্টাফ রিপোর্টার: ‘প্লাষ্টিক দূষন আর নয় বন্ধ করার এখনই সময়’ এ সেøাগানকে সামনে রেখে মানবতার জন্য সংগঠনের কার্যক্রম চলমান রয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের তিতুদহ গ্রামে প্লাষ্টিকের বিনিময়ে বিভিন্ন ফলজ, ভেষজ, বনজ, কাষ্ঠল ইত্যাদি চারা বিতরন করা হয়। অনুষ্ঠানের শুরুতে গ্রামের বিভিন্ন রাস্তা ও বাজারে প্লাষ্টিকের দূষণ সম্পর্কে সচেতনতা সৃষ্টি করতে প্রচারণা করা হয়। সেই সাথে সাথে প্লাষ্টিকের বিনিময়ে চারা গ্রহনের জন্য বিশেষ বার্তা দেওয়া হয়। সময় বাড়ার সাথে সাথে শিশু কিশোর, যুবকদের উপস্থিতি বাড়তে থাকে এবং তারা স্বতঃফূর্ত ভাবে প্লাষ্টিকের বিনিময়ে পছন্দ মত চারা নিয়ে যান। বড় সলুয়া নিউ মডেল ডিগ্রি কলেজের প্রভাষক ও মানবতার জন্য সংগঠনের সভাপতি আহসান হাবীব বলেন, দিন দিন প্লাষ্টিকের ব্যবহার বেড়েই চলেছে সেই সাথে সাথে দূষনের প্রকোপ। আমরা প্লাষ্টিক ব্যবহার করি কিন্তু একই প্লাষ্টিক বারবার নয়। আজ প্রকৃতির কাছ থেকে আমাদের খাদ্যাদি তে বহন করছে মাইক্রোপ্লাষ্টিক। আজ আমরা মাইক্রোপ্লাষ্টিক দ্বারা আক্রান্ত হয়ে বিভিন্ন রোগে তথা ক্যান্সারজনিত রোগে ভুগছি। তাই এখনই সময় প্লাষ্টিকের ব্যবহার সীমিতকরণ ও সেই সমস্ত প্লাষ্টিক উৎপাদন করা যা রিসাইক্লিন করা যায়। সংগঠনের সম্পাদক শাহিন সরকার বলেন আমরা আমাদের প্লাষ্টিকের বিনিময়ে চারা বিতরন পুরো বর্ষা মৌসুম চলবে। আমরা প্লাষ্টিক মুক্ত ও সবুজ চুয়াডাঙ্গা বাস্তবায়ন বদ্ধ পরিকর। আজ আমরা সহস্রাধিক চারা বিতরন করেছি ও চার বস্তা প্লাষ্টিক সংগ্রহ করতে পেরেছি। আমাদের বার্তা পৌঁছে যাক বাংলাদেশের সকল প্রান্তে। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন তিতুদহ মাঝেরপাড়া মসজিদের ঈমাম মাও আবু সাঈদ, সংগঠনের সদস্য সতেজ, আকরাম, নিরব, এহসান হাবিব, বায়জিদ, সাহাবুল, সম্রাট, ইয়াসিন, রিয়াজুদ্দীন, সুব্রত সহ গ্রামের গণ্যমান্য ব্যাক্তিবর্গ।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More