দর্শনা অফিস: বাংলাদেশ জামায়াতে ইসলামীর দর্শনা থানা শাখার উদ্যোগে জুলাই গণঅভ্যুথানে শহীদ ও আহতদের স্মরণে দোয়া মাহফিল অনুুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বাদ এশা দর্শনা বাসস্ট্যান্ড জামে মসজিদে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দর্শনা থানা জামায়াতে ইসলামীর আমির মাওলানা রেজাউল করিমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী আব্দুল কাদের। বিশেষ অতিথি ছিলেন, মাজলিসুল মোফাছসিরিনের কেন্দ্রীয় নেতা মাওলানা আবু জার ফারুকী, জামায়াতের সাবেক থানা আমির মাওলানা হাবিবুর রহমান, সহকারী সেক্রেটারী মাজহারুল ইসলাম, সহকারী সেক্রেটারী জাহিদুল ইসলাম, দর্শনা পৌর আমীর জনাব সাহিকুল ইসলাম অপু, সেক্রেটারী শাহারিয়ার আলম দবির প্রমুখ। দোয়া অনুুষ্ঠান পরিচালনা করেন মাওলানা হাবিবুর রহমান।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.