কেরুজ আকন্দবাড়িয়া জৈব সার কারখানায় খামার দিবসে এমডি রাব্বিক হাসান আখের সঠিক পরিচর্যা করে নিজেরা লাভবান হোন ও চিনিকলকে বাঁচান

দর্শনা অফিস/বেগমপুর প্রতিনিধি: কেরুজ আকন্দবাড়িয়া জৈব সার কারখানায় খামার দিবস অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০ টার দিকে আকন্দবাড়িয়া খামার চত্তরে অনুষ্ঠিত এ দিবসের আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যকালে কেরুজ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসান বলেন, কেরুজ চিনিকল আপনাদেরই সম্পদ। এ মিলটি আলোকিত করে রেখেছে এ অঞ্চল। চিনিকলের প্রধান খোরাক আখ। মিলটি বাঁচাতে বেশী বেশী আখচাষের কোন বিকল্প নেই। উন্নত প্রযুক্তিতে আখচাষের মাধ্যমে অধিক মুনাফা অর্জন সম্ভব। সেক্ষেত্রে আমরা সব ধরণের সুযোগ-সুবিধা নিশ্চিত করেছি। আপনারা আখের সঠিক পরিচর্যা করুন। সঠিক সময়ের কিট নাশক প্রয়োগ করুন। এতে যেমন ফলন বৃদ্ধি হবে, তেমন লাভবান হবেন আপনি সহ কেরুজ চিনিকল। আপনাদের যেকোন সমস্যা আমাদের অবহিত করবেন। সেক্ষেত্রে দ্রুত সমস্যা সমাধানে ব্যবস্থা গ্রহন করবো। সরকারের মূল্যবান সম্পাদক কেরুজ চিনিকলের অতিত ঐতিহ্য ফিরিয়ে আনতে আপনাদের ঝুকতে হবে আখচাষের দিকে। মিলের মহাব্যবস্থাপক (কৃষি) আশরাফুল আলম ভূইয়ার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন, চিনিকলের মহাব্যবস্থাপক (কারখানা) সুমন কুমার সাহা, ডিজিএম (সম্প্রসারণ) মাহবুবুর রহমান, ব্যবস্থাপক (উৎপাদন) ও জৈব সার কারখানার প্লান্ট ম্যানেজার জাকির হোসেন, বিএসআরআই’র চুয়াডাঙ্গা উপকেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা ওবায়দুল্লাহ শেখ। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, দর্শনা থানা যুবদলের যুগ্ম-আহ্বায়ক মোরশেদুর রহমান লিংকন, ফরিদ হোসেন, সোহেল রানা, আজিজুল হক, সিরাজুল ইসলাম মনি, সাংবাদিক আফজালুর রহমান ধীরু, শামীম হোসাইন প্রমুখ। শুরুর আগে মিলের ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসান সহ কর্মকর্তারা আখচাষ পরিদর্শন করেছেন।

 

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More