দামুড়হুদার জুড়ানপুর মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত অ্যাডহক কমিটিকে সংবর্ধনা

স্টাফ রিপোর্টার: দামুড়হুদার জুড়ানপুর মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত অ্যাডহক কমিটিকে সংবর্ধনা দেয়া হয়েছে। গত পরশু সোমবার সকালে বিদ্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন জুড়ানপুর মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত অ্যাডহক কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত শিক্ষক নাসির উদ্দীন। প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনির। জুড়ানপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক একরামুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুর রাজ্জাক, দপ্তর সম্পাদক ফয়জুল ইসলাম, জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নওশাদুল ইসলাম, দামুড়হুদা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন, জুড়ানপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন, জুড়ানপুর ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি খলিল মন্ডল, বিএনপি নেতা শাহজাহান আলী, ইখতিয়ার হোসেন ফিরোজ, জুড়ানপুর ১নং ওয়ার্ড জামায়াতের আমির লোকমান হোসেন প্রমুখ। এ সময় বিদ্যালয়ের পক্ষ থেকে নবগঠিত অ্যাডহক কমিটিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি দামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনির বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের সময়ে স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভুল ইতিহাস পড়ানো হয়েছে। ফ্যাসিস্ট দলের মনগড়া, মিথ্যা, বিকৃত ইতিহাস ছাপানো হয়েছে। শিক্ষার্থীদের অন্য দল সম্পর্কে ভুল বোঝানো হয়েছে। সত্য কোনো দিন চাপা থাকে না। বিএনপি জাতীয়তাবাদে বিশ্বাস করে, জোর করে ভোট চুরি করে ক্ষমতায় থাকতে নয়।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More