বাংলাদেশ থেকে যাওয়ার পথে বিমানে দেখা প্রথম স্বামীর সঙ্গে, শেষ বার কী বলেন শেফালি?

অভিনেত্রী শেফালি জারিওয়ালার আকস্মিক মৃত্যু যেন মানতে পারছেন না ঘনিষ্ঠেরা। আকস্মিক হৃদরোগ, না কি রক্তচাপ কমে গিয়ে এমন ঘটনা ঘটল, তা নিয়ে কাটাছেঁড়া চলছে। খবর আনন্দবাজার অনলাইনের।

‘কাঁটা লাগা’ গানের জনপ্রিয় নৃত্যশিল্পীর জীবন যে এ ভাবে শেষ হতে পারে, তা যেমন তার অনুরাগীরা মানতে পারছেন না, তেমনই শোকে ভেঙে পড়েছেন তার স্বামী পরাগ ত্যাগীও।

মন ভালো নেই শেফালির সাবেক স্বামী হরমিত সিংহেরও। অভিনেত্রীর মৃত্যুর খবরে আগেই শোকপ্রকাশ করেছেন তিনি। শেফালির বাবা-মা এবং বর্তমান স্বামীর প্রতি সমবেদনা জানিয়েছেন। ভারাক্রান্ত হরমিতের মন। বার বার মনে পড়ছে শেফালির সঙ্গে শেষ সাক্ষাৎ। কী কথা হয় দু’জনের?

আরও পড়ুন: ৯০ ডিগ্রি বাঁক! অদ্ভুত সেতুর নকশায় ৭ ইঞ্জিনিয়ার বরখাস্ত

বছর দুয়েক আগের কথা, বাংলাদেশে একটি অনুষ্ঠান করে ভারতে ফিরছিলেন তিনি। সেই সময় দেখা হয় শেফালি ও হরমিতের। তাদের সঙ্গে ছিলেন সানি লিওনি। বিমানে শেফালির পাশে বসেন হরমিত। দীর্ঘ ক্ষণ কথা হয়। হরমিত বলেন, ‘সেদিন ঘণ্টার পর ঘণ্টা কথা হয়। সম্পর্ক ভেঙে গেলেও একটি বিশেষ সম্পর্ক ছিল আমাদের। কোথাও কোনো অনুষ্ঠানে বা পার্টিতে দেখা হলে, আমাদের ভালো ভাবেই কথা হত। সৌজন্যের সম্পর্ক ছিল আমাদের।’

সঙ্গীত প্রযোজক হরমিত সিংহের সঙ্গে ২০০৪ সালে গাঁটছড়া বেঁধেছিলেন শেফালি। মাত্র পাঁচ বছরেই তিক্ত হয়ে যায় সেই সম্পর্ক। বিচ্ছেদের পূর্বে স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ তোলেন শেফালি। এমনকি হরমিত তার টাকা হাতিয়ে নিয়েছেন বলেও জানিয়েছিলেন প্রয়াত অভিনেত্রী। পরবর্তী কালে বিভিন্ন সময়ে সাক্ষাৎকারে অসুখী দাম্পত্যের কথাও জানান শেফালি।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More