ভ্রাম্যমাণ প্রতিনিধি: আলমডাঙ্গা ভাংবাড়ীয়ার বগাদী বাজারে জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে এক আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার রাত সাড়ে ৭টায় জামায়াতের আয়োজিত শহীদ ও আহতদের স্মরণে আলোচনা ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়। ওয়ার্ড সভাপতি মহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গাংনী-আসমানখালী সাংগঠনিক থানা জামায়াতের আমির ও সেবাবাগ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্বাস উদ্দিন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, জুলাই যোদ্ধাদের স্বপ্ন বাস্তবায়নে জামায়াতের সকল কর্মী ও সমর্থকদের সব্বোর্চটুকু দিয়ে চেষ্টা করে একটি ইনসাফ ভিত্তিক সমাজ গঠনে কার্যকরী ভূমিকা পালন করতে হবে। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন থানা সেক্রেটারি কামরুল হাসান সোহেল, ভাংবাড়ীয়া ইউনিয়ন জামায়াতের আমির নজরুল ইসলাম ও ইউনিয়ন কর্মপরিষদ সদস্য হাফেজ মাওলানা সেলিম রেজা। এছাড়াও উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানটি পরিচালনা করেন হাফেজ হুমায়ুন কবির। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন আবুল কালাম আজাদ মাস্টার।
এছাড়া, আরও পড়ুনঃ
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.