স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা-২ আসনের জামায়াত মনোনীত সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী রুহুল আমিন বলেন, আমরা একটি কল্যাণমূলক সমাজ কায়েম করতে চাই, যেখানে কেউ ক্ষুধার্ত থাকবে না, যেখানে কোনো ভেদাভেদ থাকবে না, যেখানে চাকরির জন্য টাকার বস্তা লাগবে না, কেউ বিনা চিকিৎসায় মারা যাবে না, কেউ বস্ত্রহীন থাকবে না এমন একটা কল্যাণ রাষ্ট্রের স্বপ্ন দেখি। আমরা রাজনীতি করতে চায় নিজের জন্য না আমরা রাজনীতি করি মানুষের কল্যাণের জন্য। গতকাল বুধবার দামুড়হুদা লোকনাথপুর বাসস্ট্যান্ডে রাস্তার দু’পাশে রাস্তা সংলগ্ন বাজারে, হাউলি ইউনিয়নের লোকনাথপুর গ্রামের মাওলানা হাবিবুর রহমানের কবরের পাশে দাঁড়িয়ে এসব কথা বলেন তিনি। জেলা আমির ও সংসদ সদস্য প্রার্থী রুহুল আমিন’র সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাড. আসাদুজ্জামান, সহকারী সেক্রেটারি আব্দুল কাদের জেলা তালিমুল বিভাগের সভাপতি মাওলানা মহি উদ্দিন, দামুড়হুদা উপজেলা আমির নায়েব আলী, উপজেলা নায়েবে আমির মাওলানা আব্দুল গফুর, সেক্রেটারি আবেদ-উদ- দৌলা টিটন, সহকারী সেক্রেটারি রফিকুল ইসলাম জিয়া, শ্রমিক কল্যাণ ফেডারেশ সভাপতি আবুল বাশার, যুব বিভাগের সভাপতি আব্দুল খালেক, উপজেলা কর্ম পরিষদ সদস্য হাফেজ ওয়াহিদুজ্জামান, হাউলী ইউনিয়ন আমির ওবায়দুল হক, দামুড়হুদা ইউনিয়ন আমির মাও. আবুল কাশেম, দর্শনা পৌর আমির শাহিকুল আলম অপু, হাউলী ইউনিয়ন নায়েবে আমির ইকরামুল হক, সেক্রেটারি আব্দুল গাফফার, যুব বিভাগের সভাপতি ইসমাঈল হোসেন। এসময় আরও উপস্থিত ছিলেন জামায়াত কর্মী মিলন, আশরাফুল, আব্দুল্লাহসহ আরও অনেকে। গণসংযোগ শেষে সাবেক সংসদ সদস্য মরহুম মাওলানা হাবিবুর রহমানের কবর জিয়ারত করেন জেলা আমির রুহুল আমিনসহ উপস্থিত জামায়াত নেতৃবৃন্দ।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.