চুয়াডাঙ্গার হাসানহাটিতে গণসংযোগকালে অ্যাডভোকেট রাসেল দুর্নীতিমুক্ত টেকসই উন্নয়নের জন্য দাঁড়িপাল্লায় ভোট দিন
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা-১ আসনের জামায়াত মনোনীত সম্ভাব্য সংসদ সদস্য জেলা সহকারী সেক্রেটারি মাসুদ পারভেজ রাসেল বলেছেন, দুর্নীতিমুক্ত টেকসই উন্নয়ন ঘটাতে জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিন। গতকাল বুধবার সাড়ে ৭টায় হাসানহাটি গ্রামে ইউনিয়ন আমির মাওলানা খবির উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। তিনি আরও বলেন, জবাবদিহিতার সরকার প্রতিষ্ঠিত হলে উন্নয়ন টেকসই হবে। বর্তমান দেশের উন্নয়ন কর্মকান্ড ত্রুটিযুক্ত। আমরা দেখি দেশের যে কোনো উন্নয়নমূলক কাজ করার সময় ৭০ শতাংশ অর্থ পকেটে চলে যায়। এ জন্য কাজ বেশিদিন টিকে না। কিছুদিন পর ওই কাজ আবার মেরামত করতে হয়। এর আগে তিনি কুতুবপুর গ্রামে একটি রাস্তার কাজের উদ্বোধন করেন। এছাড়াও তিনি কুতুবপুর ইউনিয়নের কুতুবপুর, সিন্দুরিয়া, হাসানহাটি গ্রামে গণসংযোগ করেন। এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা আমির মাওলানা বেলাল হুসাইন, নায়েবে আমির মাওলানা আব্দুস জব্বার, সহকারী সক্রেটারি শাহেনউজ্জামান, কর্মপরিষদ সদস্য আশির উদ্দিন, ইউনিয়ন সেক্রেটারি মহররম মুন্সি, জামায়াত নেতা আব্দুল মালেক, হাসান, মনোয়া, মোমিনপুর ইউনিয়ন আমির বজলুর রহমান, আতিয়ার রহমানসহ আরও অনেকে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.