দামুড়হুদার নতিপোতা মাধ্যমিক বিদ্যালয়ে অর্ধবার্ষিকী পরীক্ষা দিতে এসে একসঙ্গে ৫ শিক্ষার্থী অসুস্থ
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার নতিপোতা মাধ্যমিক বিদ্যালয়ের পাঁচজন শিক্ষার্থী হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তবে চিকিৎসক বলছেন, তারা সবাই শঙ্কামুক্ত। এটাকে আমরা হিস্টোরিয়া বা কনভার্সন ডিসঅর্ডার বলি অর্থাৎ মানসিক চাপ থেকে আতঙ্ক হয়ে এটা ঘটে। গতকাল বুধবার সকালে বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। জানা গেছে, নতিপোতা মাধ্যমিক বিদ্যালয়ে অষ্ঠম শ্রেণির অর্ধবার্ষিকী পরিক্ষা চলছে। তারা অষ্টম শ্রেণির ছাত্রী এবং সবার বাড়ি একই উপজেলার ছুটিপুর গ্রামে। অভিভাবকরা জানান, সকালে ভ্যানযোগে এই পাঁচজন শিক্ষার্থী পরিক্ষা দিতে বিদ্যালয়ে যাচ্ছিল। বিদ্যালয়ের প্রবেশমুখেই হঠাৎ এক শিক্ষার্থী অসুস্থ হয়ে অচেতন হয়ে পড়ে। এরপর একে একে পাঁচ শিক্ষার্থী অসুস্থ হলে স্থানীয়দের সহযোগিতায় তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। পরে চিকিৎসক তাদেরকে প্রাথমিক চিকিৎসা শেষে ভর্তি করেন। অভিভাবকরা আরও বলেন, বিদ্যালয়ের প্রবেশের মুখেই এ ঘটনা ঘটেছে। কোনো শিক্ষক তাদেরকে সহযোগিতা বা খোঁজ নেইনি। বিষয়টি খতিয়ে দেখার আহ্বান করেন তারা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোমিনুল হক দৈনিক মাথাভাঙ্গাকে বলেন, আমি ঘটনাটি শুনেছি। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সন্ধ্যার পর আমিও হাসপাতালে তাদেরকে দেখতে গিয়েছি। চিকিৎসক জানিয়েছেন তারা সুস্থ আছে। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) দৈনিক মাথাভাঙ্গাকে বলেন, একজন মাথাঘুরে অসুস্থ হয়ে পড়ে। এটা দেখে বাকি শিশুরাও অসুস্থ হয়ে পড়েছে। বাচ্চাদের ক্ষেত্রে এটা হয়। এটাকে আমরা হিস্টোরিয়া বা কনভার্সন ডিসঅর্ডার বলি অর্থাৎ মানসিক চাপ থেকে সৃষ্টি হয়। তারা সবাই শঙ্কামুক্ত।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.