ভ্রাম্যমাণ প্রতিনিধি: দামুড়হুদার কার্পাসডাঙ্গা ইউনিয়নে পরিষদে সেলাই মেশিন, স্প্রে মেশিন ও ছাতা বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা ১১ টার দিকে কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান আব্দুল করিম বিশ্বাসের সভাপতিত্বে ২০২৪ -২০২৫ অর্থবছরের ইউনিয়ন উন্নয়ন সহায়তা তহবিল প্রকল্পের আওতায় গৃহীত সেলাই মেশিন, স্প্রে,ও ছাতা বিতরন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার তিথি মিত্র। এসময় উপস্থিত ছিলেন কার্পাসডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি সামসুল আলম, সহ-সভাপতি করম আলী,যুগ্ম সম্পাদক জুলফিকার আলী ভুট্টো,সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম টুটুল,বিএনপি নেতা রফিক বিশ্বাস ,সাব্বির, আব্দুল মালেক, উপজেলা সেচ্চাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদের, ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক আব্দুল মমিন, সদস্য সচিব খাইরুল, থানা যুবদলের সদস্য কবির, দেলোয়ার, কৃষকদল নেতা আহসান খাঁন, ইউনিয়ন যুবদলের নেতা ডালিম, কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সাজিবার রহমান, আলমগীর হোসেন, সুমিয়া খাতুন, মনিরুজ্জামান মন্টু, নুর মোহাম্মদ ভগু, আব্দুর রাজ্জাক, মাহাবুব হোসেন, আব্দুস সালাম, সিরাজুল ইসলাম, বিল্লাল হোসেন, আনেহার খাতুন, দেলোয়ারা, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা শাহাবুবুর রহমান, হিসাব রক্ষক কাম কম্পিউটার অপারেটর মনিরা পারভীন, ওমেদুল হক, উদ্যোক্তা হারুন, হীরা খাতুনসহ উপকার ভোগীরা উপস্থিত ছিলেন। এ সময় অসহায় দরিদ্র মহিলাদের মাঝে ৩৪ সেলাই মেশিন। গ্রুপ ভিত্তিক ৬১ টি স্প্রে মেশিন। ও ১৯ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির সকল ছাত্র ছাত্রীদের মাঝে ৪৫০ টি ছাতা বিতরণ করা হয়।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.