কুড়ুলগাছি প্রতিনিধি: দামুড়হুদার কুড়ুলগাছি ইউনিয়নের চন্ডিপুরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে ফেন্সিডিল ও অ্যাপাচি আরটিআর এফ জেড ফোর বি নাম্বার বিহীন একটি মোটরসাইকেল আটক করে। অভিযানে অংশগ্রহণ করেন জেলা গোয়েন্দা শাখার এসআই তুহিন, এএসআই রনজু, এএসআই সাইফুলসহ অন্য সদসরা।
ডিবির এস আই তুহিন বলেন, গতকাল বুধবার দুপুর সাড়ে ১২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আমরা দামুড়হুদার চন্ডিপুর সরকারী ফুটবল(ঈদগা) মাঠের ধারে অবস্থান করি। এসময় মাদক চোরাকারবারীরা ফেন্সিডিল বেচাকেনা করার সময় হাতে নাতে ১২ পিচ ফেন্সিডিলসহ চন্ডিপুর গ্রামের তাহাজ্জুদের কলেজ পড়ুয়া ছেলে ইমাম মেহেদীকে গ্রেফতার করে। এসময় তার কাছে থাকা এ্যাপাচি আর টির নাম্বার বিহীন একটি মোটরসাইকেল আটক করে। অপর আসামি দামুড়হুদার পারকৃষ্ণপুর মদনা ইউনিয়নের ঝাজাডাঙ্গা গ্রামের আব্দুল মান্নানের ছেলে হাদী ডিবি পুলিশের এক সদস্যকে হাতে কামড় দিয়ে পালিয়ে যায়। গ্রেফতারকৃত আসামি ও পালাতক আসামির বিরুদ্ধে দর্শনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.