জোটার অকাল প্রয়াণে শোকের ছায়া লিভারপুল-পর্তুগালের ফুটবল মহলে

লিভারপুলের পর্তুগিজ ফরোয়ার্ড ডিয়োগো জোটা স্পেনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় জামোরার কাছে এক সড়ক দুর্ঘটনায় তার ভাই আন্দ্রের সঙ্গে মৃত্যুবরণ করেছেন। মাত্র ২৮ বছর বয়সী এই প্রতিভাবান খেলোয়াড়ের অকাল মৃত্যুতে ফুটবল বিশ্বসহ সর্বত্র নেমে এসেছে শোকের ছায়া।

লিভারপুল ফুটবল ক্লাব এক বিবৃতিতে বলেছে, ‘ডিয়োগো জোটার মর্মান্তিক মৃত্যুতে আমরা শোকাহত। আমাদের জানানো হয়েছে, ২৮ বছর বয়সী জোটা স্পেনে সড়ক দুর্ঘটনায় তার ভাই আন্দ্রের সঙ্গে প্রাণ হারিয়েছেন। লিভারপুল এফসি এই সময়ে আর কোনো মন্তব্য করবে না এবং অনুরোধ করছে, ডিয়োগো ও আন্দ্রের পরিবার, বন্ধু, সতীর্থ ও ক্লাব স্টাফদের গোপনীয়তা রক্ষা করা হোক, কারণ তারা এই অকল্পনীয় ক্ষতির সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন। আমরা তাদের পূর্ণ সমর্থন দিয়ে যাব।’

পর্তুগিজ ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে জানিয়েছে, ‘ডিয়োগো জোটা ও আন্দ্রে সিলভার মৃত্যুতে পর্তুগিজ ফুটবল সম্প্রদায় শোকাহত। প্রায় ৫০টি আন্তর্জাতিক ম্যাচ খেলা অসাধারণ এই ফুটবলার শুধু মাঠে নয়, ব্যক্তিজীবনেও সকলের শ্রদ্ধার পাত্র ছিলেন। তার প্রাণশক্তি ছিল সংক্রামক এবং তিনি নিজের কমিউনিটিতে এক অনুপ্রেরণার নাম ছিলেন। আমরা দুইজন চ্যাম্পিয়নকে হারিয়েছি। তাদের মৃত্যু পর্তুগিজ ফুটবলের জন্য অপূরণীয় ক্ষতি। আমরা প্রতিদিন তাদের উত্তরাধিকারকে সম্মান জানাতে সর্বাত্মক চেষ্টা করব।’

পর্তুগালের প্রধানমন্ত্রী লুইস মন্টেনেগ্রোও জোটার মৃত্যুতে শোকে বিহ্বল হয়ে পড়েছেন। তিনি প্রতিক্রিয়ায় বলেছেন, ‘পর্তুগালের গৌরব বাড়ানো একজন ক্রীড়াবিদ ডিয়োগো জোটা এবং তার ভাইয়ের মৃত্যু অপ্রত্যাশিত ও হৃদয়বিদারক। তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আজ ফুটবল এবং জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনের জন্য শোকের দিন।’

এফসি পোর্তোতে এক মৌসুম ধারে খেলেছিলেন জোটা। এছাড়া তাদের একাডেমি থেকেই উঠে এসেছিলেন তার ভাই আন্দ্রে সিলভা। সেই পোর্তো তাদের মৃত্যুতে শোকাহত। ক্লাবটি এক বিবৃতিতে জানিয়েছে, ‘এফসি পোর্তো শোকে স্তব্ধ। ডিয়োগো জোটা এবং আমাদের যুব দলে খেলা তার ভাই আন্দ্রে সিলভার মৃত্যুতে আমরা গভীর শোক ও সমবেদনা জানাচ্ছি। শান্তিতে বিশ্রাম নাও।’

ডিয়োগো জোটা ও তার ভাইয়ের এই মর্মান্তিক মৃত্যুতে শুধু পর্তুগাল নয়, বিশ্ব ফুটবলই এক প্রতিভাবান তারকাকে হারাল।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More