স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা আদর্শ উচ্চ বালিকা বিদ্যালয়ে নবগঠিত অ্যাডহক ম্যানেজিং কমিটির সভাপতি ও অন্যান্য সদস্যবৃন্দের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টায় বিদ্যালয়ের অফিসকক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
চুয়াডাঙ্গা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিলকিছ জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের দাতা সদস্য ও সাবেক পৌর চেয়ারম্যান অহিদুল ইসলাম বিশ^াস। অনুষ্ঠানে জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সদস্য মিলিমা ইসলাম বিশ^াস বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া, জোনারুল ইসলাম বিশ^াস, রেজাউল ইসলাম বিশ^াস, আব্দুল কাদির সোহান, রবিউল ইসলাম বাবলু, ওলিউল ইসলাম আলো, এবং বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা ও অন্যান্য আমন্ত্রিত অতিথি উপস্থিত ছিলেন।
সংবর্ধনা সভায় বক্তারা বলেন, চুয়াডাঙ্গা আদর্শ উচ্চ বালিকা বিদ্যালয়ের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনা, বিদ্যালয়ের লেখাপড়ার মান উন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়নসহ সার্বিক উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রতি দেন। নবগঠিত অ্যাডহক কমিটির সভাপতি মো. আশাদুজ্জামান শাকিল বলেন, বিদ্যালয়ের লেখাপড়ার মান উন্নয়নে সার্বিক সহযোগিতা করা হবে। এজন্য সকলের সহযোগিতা কামনা করছি।
প্রসঙ্গত : গত ২৬ জুন যশোর শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক ড. মো. কামরুজ্জামান সভাপতি হিসেবে মো. আশাদুজ্জামান শাকিল, শিক্ষক সদস্য জিয়াউর রহমান, অভিভাবক সদস্য বিলকিছ বানু ও প্রধান শিক্ষক বিলকিছ জাহানকে মনোনিত কওে এক আদেশ জারি করেন।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.