ভ্রাম্যমান প্রতিনিধি: আলমডাঙ্গা উপজেলা কৃষি অফিসের সৌজন্যে হাটবোয়ালিয়া স্কুল অ্যান্ড কলেজ এবং মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্র ছাত্রীদের মাঝে জাম , কাঁঠাল , বেল ও নিমের চারা বিতরণ করা হয়। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার সময় হাটবোয়ালিয়া স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে বৃক্ষের চারা বিতরণ উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন হাটবোয়ালিয়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মতিউল হুদা( ভারপ্রাপ্ত), উপ-সহকারী কৃষি অফিসার (হাটবোয়ালিয়া ব্লক ) খাদেমুল বাসার,উপ-সহকারী কৃষি অফিসার (ভাংবাড়ীয়া ব্লক ) কামরুজ্জামান সহ সকল শিক্ষক শিক্ষিকা ও ছাত্র-ছাত্রী বৃন্দ। হাটবোয়ালিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শরিফুজ্জামান লাকি , সহকারী শিক্ষকদের নিয়ে দুপুর ১টার সময় উপজেলা কৃষি অফিসের সৌজন্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৬ষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের মাঝে কাঁঠাল, বেল,নিমের চারা বিতরণ করা হয়।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.