স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা পৌর এলাকার বিভিন্ন স্থানে চুয়াডাঙ্গা-১ আসনের জামায়াত মনোনীত প্রার্থী অ্যাড. মাসুদ পারভেজ গণসংযোগ করেছেন। গণসংযোগকালে তিনি বলেন, স্বৈরাচারী আচরণ করে আগামীতে কেউ ক্ষমতায় যেতে পারবে না। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টা থেকে চুয়াডাঙ্গা একাডেম ীমোড়,কবরী রোড ও হাসাপাতাল রোডে বিভিন্ন গণসংযোগ করেন। তিনি আরও বলেন, আমরা বিগত ৫৪ বছর ধরে বিভিন্ন শাসন দেখেছি নেতার পরিবর্তন, ক্ষমতার পরিবর্তন, সংবিধানের পরিবর্তন দেখেছি কিন্তু এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন দেখিনি। আমরা আগামী দিন ভাগ্যের পরিবর্তন দেখতে চাই। তিনি বলেন, জামায়াত করে তার কোন পেশা নেই এমন কোনো কর্মী আমার দলে রাখতে চায় না। অনেকে বলেন, জামায়াতের এতো টাকা কোথায় পায়, এর জবাবে তিনি বলেন, আমার একজন কর্মী ইনকাম করে তার আয়ের শতকরা ৫শতাংশ সংগঠনে খরচ করে, জামায়াত করে আখের গোছাতে হবে এমন কোন নেতা আমার দলে নেই। এইজন্য একজন জামায়াত কর্মীর চাঁদাবাজী করে না,টেন্ডারবাজী করে না ,রাহাজানি করে না। জনগণের মাঝে আমরা বলতে চাই আগামীর রাষ্ট্র পরিচালনার ক্ষমতা বাংলাদেশ জামায়েত ইসলামীর আছে আপনারা একটাবার ভোট দিয়ে তা এবার প্রমাণ দেখুন। আরো উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌর জামায়াতের আমীর অ্যাড, হাসিবুল ইসলাম, নায়েবে আমীর আনোয়ার হোসেন, পৌর সেক্রেটারী মোস্তফা কামাল, পৌর প্রশিক্ষণ সম্পাদক হাফেজ ইকবাল হোসেন সহ বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বশীল ও কর্মীবৃন্দ।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.