না ফেরার দেশে পাকিস্তানকে প্রথম আন্তর্জাতিক সোনা এনে দেওয়া খেলোয়াড়

পাকিস্তানের প্রথম আন্তর্জাতিক স্বর্ণপদকজয়ী কুস্তিগীর দীন মোহাম্মদ দীর্ঘদিন অসুস্থ থাকার পর ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স ছিল একশ বছরের বেশি।

লাহোরের বাতাপুর এলাকার বাসিন্দা দীন মোহাম্মদ ১৯৫৪ সালে ম্যানিলায় অনুষ্ঠিত এশিয়ান গেমসে কুস্তিতে পাকিস্তানের হয়ে প্রথম স্বর্ণপদক জেতার সম্মান অর্জন করেছিলেন। সেই আসরে তিনি ফিলিপাইন, ভারত ও জাপানের প্রতিদ্বন্দ্বীদের পরাজিত করে শীর্ষস্থান নিশ্চিত করেন।

এশিয়ান গেমসের স্বর্ণপদকের পাশাপাশি কমনওয়েলথ গেমস থেকে ব্রোঞ্জ পদকও জিতেছিলেন তিনি। এছাড়া তিনি পাকিস্তানের হয়ে বহু আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিয়ে দেশের পতাকা উঁচিয়ে ধরেছেন।

পাঞ্জাব স্পোর্টস বোর্ডের মুখপাত্র তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন এবং স্মরণ করিয়ে দিয়েছেন, পাকিস্তানকে প্রথম আন্তর্জাতিক স্বর্ণপদক এনে দিয়েছিলেন দীন মোহাম্মদই।

পাঞ্জাবের ক্রীড়ামন্ত্রী মালিক ফয়সাল আয়ুব খোকার গভীর শোক প্রকাশ করে বলেছেন, ‘দীন মোহাম্মদের জাতি ও কুস্তির জন্য করা অবদান ভোলার নয়। তিনি আন্তর্জাতিক অঙ্গনে পাকিস্তানের পতাকা উড়িয়েছেন এবং তিনি সত্যিকারের জাতীয় নায়ক।’

পাঞ্জাবের ক্রীড়া বিভাগের মহাপরিচালক খিজার আফজাল চৌধুরী বলেন, ‘আল্লাহ তাকে জান্নাতের সর্বোচ্চ স্থান দান করুন। কুস্তিগীর দীন মোহাম্মদ দেশকে গর্বিত করেছেন এবং পাকিস্তানের ক্রীড়াঙ্গনে তার অবদান চিরকাল স্মরণ করা হবে।’

দুজন কর্মকর্তাই তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। বলেছেন, দীন মোহাম্মদ জাতির গর্ব এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রেরণার উৎস ছিলেন।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More