ভ্রাম্যমাণ প্রতিনিধি: প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনই সময়” এ স্লোগানকে সামনে রেখে দামুড়হুদার বাঘাডাঙ্গা আশীর্বাদ এ,জি স্কুল এন্ড হোপ সেন্টারে বিশ্ব পরিবেশ দিবস, বৃক্ষ রোপণ কর্মসূচি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে দামুড়হুদা কার্পাসডাঙ্গার বাঘাডাঙ্গা আশীর্বাদ এ.জি স্কুল এন্ড হোপ সেন্টারে আলোচনা সভা ও বৃক্ষ রোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়।বাঘাডাঙ্গা এ.জি চার্চের প্রধান শিক্ষক মরিয়ম মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাঘাডাঙ্গা এ.জি চার্চের পালক ও আশীর্বাদ এ.জি স্কুল এন্ড হোপ সেন্টারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জেমস ম-ল। এ সময় বক্তরা বলেন পরিবেশ রক্ষায় নানাবিধ ভূমিকা তুলে ধরে বলেন আমাদের পরিবেশ আমাদেরই রক্ষা করতে হবে। পরিবেশ যাতে ভালো থাকে এ বিষয়ে আমাদের সকলকে সচেতন হতে হবে। প্লাস্টিক ব্যবহার বন্ধ করে আমাদের পরিবেশকে আমাদের রক্ষা করতে হবে। এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক মেহেদী মিলন, শিক্ষক লিটন ম-ল, শিক্ষক তিতাস ম-ল সহ অর্ধশতাধিত শিক্ষার্থীবৃন্দ প্রমুখ।
পূর্ববর্তী পোস্ট
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.