ফের ওয়েবস্টার-ক্যারের লড়াই : তবু প্রথম দিনে অলআউট অস্ট্রেলিয়া

মাথাভাঙ্গা মনিটর: আগের টেস্টে দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়াকে বড় বিপদ থেকে বাঁচিয়েছিলেন বিউ ওয়েবস্টার আর অ্যালেক্স ক্যারে। গ্রেনাডাতে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসেও ত্রাতা হয়ে দাঁড়ালেন এই দুই ব্যাটার। ক্যারিবীয় বোলারদের তোপে ১১০ রানে ৫ উইকেট হারিয়ে দেড়শর আগে গুটিয়ে যাওয়ার শঙ্কায় ছিলো অস্ট্রেলিয়া। সেখান থেকে ওয়েবস্টার-ক্যারের লড়াই। যদিও প্রথম দিনে ৬৭ ওভারের মধ্যে অলআউট হয়ে গেছে অস্ট্রেলিয়া, করেছে ২৮৭ রান। বৃষ্টির কারণে আগেভাগেই দিনের খেলা শেষ হয়ে যায়। গ্রেনাডার সেন্ট জর্জেস টেস্টে টস জিতে ব্যাটিং বেছে নিয়েছেন অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্স। উসমান খাজা আর স্যাম কনস্টাস শুরুটা ভালোই করেছিলেন। ১০.৩ ওভারের উদ্বোধনী জুটিতে তারা তোলেন ৪৭ রান। এরপরই ধাক্কা। খাজাকে ব্যক্তিগত ১৬ রানে এলবিডব্লিউ করেন ক্যারিবীয় পেসার আলজেরি জোসেফ। পরের ওভারে কনস্টাস হন আরেক পেসার অ্যান্ডারসন ফিলিপের শিকার। উইকেটরক্ষককে ক্যাচ দিয়ে ফেরার আগে কনস্টাস করেন ২৫। জোসেফ এরপর শূন্য রানেই আউট করেছেন স্টিভেন স্মিথকেও। টপ এজ হয়ে ফাইন লেগে ধরা পড়েন অভিজ্ঞ এই ব্যাটার। বিনা উইকেটে ৪৭ থেকে ৫০ রানেই ৩ উইকেটে পরিণত হয় অস্ট্রেলিয়া। এরপর সেট হয়ে আউট হয়েছেন ক্যামেরন গ্রিন (২৬) আর ট্রাভিস হেড (২৯)। ১১০ রানে ৫ উইকেট হারিয়ে বসে অস্ট্রেলিয়া। সেখান থেকে ষষ্ঠ উইকেটে ১১২ রানের জুটি ওয়েবস্টার ক্যারের। ৮১ বলে ১০ চার আর ১ ছক্কায় ক্যারে ৬৩ রান করে জাস্টিন গ্রেভসের শিকার হলে ভাঙে এই জুটি। এরপর প্যাট কামিন্স ১৭ আর মিচেল স্টার্ক আউট হন ৬ রান করে। ওয়েবস্টার রানআউটের ফাঁদে পড়লে অস্ট্রেলিয়া নবম উইকেট হারায়। ১১৫ বলে ৬০ রানের লড়াকু ইনিংসে ৬টি চার আর ১টি ছক্কা হাঁকান ওয়েবস্টার। শেষ ব্যাটার হিসেবে সাজঘরে ফেরেন নাথান লিয়ন ১১ করে। ক্যারিবীয় পেসার আলজেরি জোসেফ ৬১ রানের বিনিময়ে শিকার করেন ৪টি উইকেট।

 

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More