মাথাভাঙ্গা মনিটর: ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর মুখপাত্র ড. ওমের দোস্ত্রি আকস্মিকভাবে তার পদ থেকে পদত্যাগ করছেন। নেতানিয়াহুর স্ত্রী সারার সঙ্গে দ্বন্দ্বের জেরে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্র। শুক্রবার ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১৩-এর বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইসরায়েল। প্রতিবেদনে বলা হয়েছে, ড. ওমের দোস্ত্রি গত বছরের আগস্ট মাসে প্রধানমন্ত্রীর মুখপাত্রের দায়িত্ব নেন। তবে প্রধানমন্ত্রীর স্ত্রী সারার নেতানিয়াহুর সঙ্গে তার সম্পর্ক খুব ভাল ছিল না। এর আগে, বিগত বছরগুলোতে প্রকাশিত ইসরায়েলি গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, সরকারের শীর্ষ নিয়োগের ক্ষেত্রে সারা নেতানিয়াহুর উল্লেখযোগ্য প্রভাব রয়েছে।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.