স্টাফ রিপোর্টার: চলতি বছর হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত ৬৫ হাজার ৫৭৩ হাজি দেশে ফিরেছেন। গতকাল শনিবার ধর্ম মন্ত্রণালয়ের হজ অফিস থেকে এ তথ্য জানানো হয়। হজযাত্রী পরিবহণে অংশ নিয়েছিল তিনটি বিমান সংস্থা-বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদি এয়ারলাইন্স ও ফ্লাইনাস। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ফিরিয়ে এনেছে ৩০ হাজার ৪৪৩ জন হজযাত্রী, সৌদি এয়ারলাইন্স ২৬ হাজার ৩৫৪ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ৮ হাজার ৭৭৬জন হাজিকে। এখন পর্যন্ত মোট ১৮০টি ফিরতি হজ ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনা করেছে ৮৫টি, সৌদি এয়ারলাইন্স ৭২টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ২৩টি ফ্লাইট। চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৮৭ হাজার ১৫৭ জন ধর্মপ্রাণ মুসল্লি হজ পালনের জন্য সৌদি আরবে গেছেন।
পূর্ববর্তী পোস্ট
মালয়েশিয়ায় গ্রেফতার ৩৬ বাংলাদেশির তদন্তে সহযোগিতা করবে সরকার
পরবর্তী পোস্ট
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.