স্টাফ রিপোর্টার: দামুড়হুদার ধান্যঘরা গ্রামের জমি জোরপূর্বক দখল চেষ্টাসহ ৫০ হাজার টাকা চাঁদা দাবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় গতকাল শনিবার দামুড়হুদার কুড়ুলগাছি ইউনিয়নের ধান্যঘরা গ্রামের মৃত নস্কর আলীর ছেলে আওরঙ্গজেব ন্যায় বিচারের আশায় চুয়াডাঙ্গায় অবস্থানরত সেনাবাহিনী ক্যাম্প কমান্ডার বরাবর একটি লিখিত অভিযোগ করেছেন। লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, বিগত ইংরেজি ১৭ জুলাই ১৯৯১ তারিখে দামুড়হুদার কার্পাসডাঙ্গা গ্রামের মৃত ফজিলত আলীর ছেলে মৃত গোলাম হোসেনের নিকট হতে একটি বায়নানামা ও একটি না দাবী নামা মূলে মালিক হইয়া ১ একর ২৫ শতক জমি বেদেপোতা (উসমানপুর) চাঁদামরী নামক মাঠে ভোগ দখল করে আসছি। এমতাবস্থায় কার্পাসডাঙ্গা ইউনিয়নের পীরপুরকুল্লা গ্রামের মৃত ছলেমান আলীর ছেলে মিজানুর রহমান, কার্পাসডাঙ্গা গ্রামের মৃত গোলাম হোসেনের ছেলে কদর আলী, তক্কেল আলী, মোহাম্মদ আলী, হাবিল, ছোট, মৃত ওলি হোসেনের ছেলে আমির হোসেন, আব্বাস আলী, হোসেন আলী, মৃত দাউদ আলীর ছেলে আবু বক্কর, আইয়ুব আলীর ছেলে ফারুক হোসেন মাঝে মধ্যই জমিটি দখল করতে যায় ও আমি বাধা দিলে খুন জখমের হুমকি দেই। আমি বিষয়টা নিয়ে গত ১৮ জুন ২০২৫ ইং তারিখে বিজ্ঞ দর্শনা থানা আমলী আদালতে একটি সি আর মামলা করি। মামলাটি তদন্তাধীন রয়েছে। অভিযুক্তরা মাঝে মধ্যেই বলে জমিতে থাকতে হলে ৫০ হাজার টাকা চাঁদা দিতে হবে। চাঁদার টাকা না দেয়ার কারণে ও মামলা করায় গত ০৪ জুলাই ২০২৫ ইং তারিখে অভিযুক্তরাসহ অজ্ঞাতনামা ১৫/১৬জন ব্যক্তি পরিকল্পিতভাবে উক্ত জমিতে থাকা ঘর ভাঙচুর করে ও ধান্যঘরা গ্রামের রবি মন্ডলের ছেলে আলমগীরের ভ্যানে করে সেসব মালামাল নিয়ে যায়। এ ঘটনায় ন্যায় বিচার পেতে গতকাল শনিবার চুয়াডাঙ্গায় অবস্থানরত বাংলাদেশ সেনাবাহিনীর চুয়াডাঙ্গা ক্যাম্প কমান্ডার বরাবর একটি লিখিত অভিযোগ করেন আওরঙ্গজেব।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.