গাংনী প্রতিনিধি: মেহেরপুরের গাংনী উপজেলাধীন ধানখোলা ইউনিয়নের জুগিন্দা-পোড়াপাড়া সড়কে অভিযান চালিয়ে ১টি অবৈধ ভারতীয় ওয়ান শুটার পিস্তল উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনীর গাংনী ক্যাম্পের সদস্যরা। গত শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার জুগিন্দা-পোড়াপাড়া সড়কের পাশ থেকে মালিক বিহীন অবস্থায় উল্লেখিত অবৈধ অস্ত্রটি উদ্ধার করা হয়। গাংনী থানা পুলিশের ডিউটি অফিসার (এসআই) ওয়াহিদুজ্জামান অস্ত্রটি গাংনী থানায় হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন। সেনাবাহিনীর গাংনী ক্যাম্প সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে জুগিন্দা-পোড়াপাড়া সড়কে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ওই এলাকায় তল্লাশি করে রাস্তার পাশ থেকে মালিক বিহীন অবস্থায় একটি ওয়ান শুটার ভারতীয় পিস্তল উদ্ধার করা হয়। উদ্ধার করা পিস্তলটি পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে।
পূর্ববর্তী পোস্ট
মেহেরপুরে ভাড়া বাসায় যৌথ বাহিনীর মাদক বিরোধী অভিযান হেরোইনসহ দামুড়হুদার চারুলিয়া গ্রামের মা-ছেলে আটক
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.