সরোজগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গার বসুভান্ডারদহের শহিদুল ইসলামকে ২৫ বোতল অ্যালকোহলসহ গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় দায়ের করা হয়েছে মামলা। পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল শনিবার সকালের দিকে চুয়াডাঙ্গা থানা পুলিশের এসআই মিজানুর রহমান গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ডিঙ্গেদহ বাজার থেকে চুয়াডাঙ্গা সদর উপজেলার শঙ্করচন্দ্র ইউনিয়নের বসুভান্ডারদহ গ্রামের সন্নত আলির ছেলে শহিদুল ইসলামকে (৩০) ২৫ বোতল অ্যালকোহলসহ গ্রেফতার করা হয়। এ সময় এসআই মিজানুর রহমানকে সহযোগিতা করেন সদর থানার এএসআই শামিম রেজা, এএসআই সাদিকুর রহমান। শহিদুল ইসলামকে আসামি করে চুয়াডাঙ্গা সদর থানার এসআই মিজানুর রহমান বাদী হয়ে মামলা দায়ের করেছেন।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.