দামুড়হুদার নাটুদায় কালের সাক্ষী জমিদার বাড়ির গেট পিলার ঘিরে কুসংস্কার : তদন্তে মিললো না কোনো প্রমাণ

নাটুদা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার নাটুদায় অবস্থিত ঐতিহাসিক জমিদার নফল পাল চৌধুরীর বাড়ির অন্দরমহলের প্রবেশ গেটের দুই পিলার ঘিরে সম্প্রতি নানা কুসংস্কার ছড়িয়েছে। স্থানীয়দের একটি অংশের দাবি, ওই দুই পিলারের ভিতরে সুরঙ্গ পথ ও মূর্তির সন্ধান পাওয়া গেছে। এতে এলাকাজুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। তবে গতকাল শনিবার সকালে দীর্ঘ অনুসন্ধানে দৈনিক মাথাভাঙ্গার প্রতিনিধি সরেজমিনে পরিদর্শনে গিয়ে এসব দাবি মিথ্যা ও বানোয়াট বলে প্রমাণ পেয়েছেন। স্থানীয় প্রবীণরা জানান, তৎকালীন জমিদার নফল পাল চৌধুরীর রাজত্বকালে নির্মিত এই প্রাসাদের গেটের দুই পিলার এখনো ইতিহাসের নিদর্শন হয়ে দাঁড়িয়ে আছে। ১৯৪৭ সালের পর জমিদারি প্রথার অবসানের মধ্য দিয়ে বিলীন হয়ে যায় তাদের শাসন ও রাজকীয় স্মৃতিচিহ্ন। বর্তমানে ওই জমিদার বাড়ির জায়গাটিতে বসেছে একটি পশুর হাট, যার নাম দিয়েছে সদরপুকুর পশুহাট। কেউ কেউ বলেন, একসময় পিলারের ভেতরে খনন বা ভাঙচুর চালানো হলেও কিছুই পাওয়া যায়নি। এলাকাবাসীরা বলেন, এই এলাকার কিছু কুসংস্কারপ্রবণ মানুষ ইচ্ছাকৃতভাবে এসব গুজব ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছেন। ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা পিলার দুটি তাই আজ কুসংস্কার এবং কৌতূহলের কেন্দ্রবিন্দু হলেও বাস্তবে এসবের কোনো প্রমাণ মেলেনি।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More