ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জার্মান বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে ৩-২ গোলের রুদ্ধশ্বাস জয় পেয়েছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ বর্তমান ইউরোপিয়ান চ্যাম্পিয়ন পিএসজি। তবে এই ম্যাচের আগে বড়সড় এক ধাক্কা খেয়েছে রিয়াল।
ডর্টমুন্ডের বিপক্ষে ম্যাচের একেবারে শেষ মুহূর্তে লাল কার্ড দেখেছেন তরুণ ডিফেন্ডার ডিন হুইসেন। যার ফলে সেমিফাইনালে পিএসজির বিপক্ষে খেলা হবে না তার।
রিয়াল মাদ্রিদের কোচ জাবি আলোনসোর নতুন কৌশলে হুইসেন ছিলেন রক্ষণভাগের অন্যতম ভরসা। তার লাল কার্ড দেখায় বেশ বিপাকে পড়েছে দলটি।
এখন হুইসেনের বদলি হিসেবে কাকে মাঠে দেখা যেতে পারে, তা নিয়ে চলছে জোর জল্পনা। সম্ভাব্য বিকল্প হিসেবে আছেন রাউল আসেন্সিও, এদের মিলিতাও এবং জাকোবো রামন। যদিও দীর্ঘদিনের চোট কাটিয়ে ফেরা মিলিতাও এখনো এক মিনিটও খেলেননি, ফলে রক্ষণে আসেন্সিওকেই এগিয়ে রাখা হচ্ছে।
তবে আলোনসো চাইলে কৌশলগত পরিবর্তনের মাধ্যমেও সমাধান খুঁজতে পারেন। সে ক্ষেত্রে ফরাসি মিডফিল্ডার অঁহেলিয়া চুয়ামেনিকে রক্ষণভাগে নামিয়ে মাঝমাঠে লুকা মডরিচ বা দানি সেবায়োসকে খেলাতে পারেন আলোনসো।
উল্লেখ্য, আগামী বৃহস্পতিবার (১০ জুলাই) বাংলাদেশ সময় রাত ১টায় নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে সেমিফাইনালে মাঠে নামবে দুই ইউরোপিয়ান পাওয়ারহাউজ রিয়াল ও পিএসজি।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.