দুই কোরীয় তারকার প্রেমের সফল পরিণতি

দক্ষিণ কোরিয়ার বিনোদন জগতে বাজতে চলেছে বিয়ের সানাই! জনপ্রিয় অভিনেতা অন জু ওয়ান এবং কে-পপ তারকা ও অভিনেত্রী ব্যাং মিনা এই বছরের নভেম্বরে বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন। দীর্ঘদিনের বন্ধুত্ব ও প্রেমের পর এই দুই তারকা তাদের সম্পর্ককে নতুন ধাপে নিয়ে যাচ্ছেন, যা তাদের ভক্তদের মধ্যে ব্যাপক উন্মাদনা সৃষ্টি করেছে।

অন জু ওয়ান ও ব্যাং মিনার প্রেমের গল্প অনেকটা কে-ড্রামার চিত্রনাট্যের মতোই। ২০১৬ সালে সিবিসি-এর জনপ্রিয় ড্রামা ‘বিউটিফুল গং সিম’ -এর সেটে তাদের প্রথম পরিচয়। পর্দায় তাদের রসায়ন যেমন নজর কেড়েছিল, তেমনি পর্দার বাইরেও তাদের মধ্যে বন্ধুত্বের সূত্রপাত হয়। এরপর ২০২১ সালে ‘দ্য ডেজ’ নামের একটি মিউজিক্যালে কাজ করতে গিয়ে তাদের সম্পর্ক আরও গভীর হয় এবং ধীরে ধীরে তা ভালোবাসায় রূপ নেয়। তাদের এই নীরব সম্পর্ক এত দিন জনসমক্ষে আসেনি, যা তাদের বিয়ের ঘোষণাকে আরও চমকপ্রদ করে তুলেছে।

অন জু ওয়ানের এজেন্সি হেওয়াদাল এন্টারটেইনমেন্ট এক বিবৃতিতে লিখেছে, ‘দীর্ঘদিনের সম্পর্কের পর তারা জীবনের বাকি সময়টা একসঙ্গে কাটানোর সিদ্ধান্ত নিয়েছেন।’ দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুবান্ধব নিয়ে নিয়ে ঘরোয়া আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা হবে।

মিনার এজেন্সি এসএম সিঅ্যান্ডসি এক বিবৃতিতে বলেছে, ‘দুজনের পরিচয় বহুদিনের, ধীরে ধীরে সেই সম্পর্ক প্রেমে রূপ নেয়। এবার তাঁরা নতুন এক যাত্রা শুরু করতে চলেছেন। বিয়ের পরও তাঁরা দুজনেই অভিনয় চালিয়ে যাবেন বলে জানিয়েছে এজেন্সি।’

২০১০ সালে গার্লস ডের মাধ্যমে গানের জগতে পা রাখেন মিনা। এরপর অভিনয়ে আসেন তিনি। তাঁর অভিনীত উল্লেখযোগ্য ড্রামার মধ্যে রয়েছে ‘বিউটিফুল গং শিম’, ‘মাই অ্যাবসোলিউট বয়ফ্রেন্ড’ ও ‘ডেলিভারি ম্যান’। এ ছাড়া সিনেমা ‘স্নোবল’ ও ‘মিস ফরচুন’-তেও অভিনয় করেছেন তিনি।

অন্যদিকে অন জু ওয়ান ২০০২ সালের ‘রাস্টিক পিরিয়ড’ দিয়ে অভিনয় জীবন শুরু করেন। এরপর তাঁকে দেখা গেছে ‘ফ্লাইং বয়েজ’, ‘পিটার প্যান’, ‘দ্য টেস্ট অব মানি’ ও ‘অবসেসড’-এর মতো সিনেমায়।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More